Donald Trump: আমেরিকায় জন্মালেই নাগরিকত্ব নয়, সীমান্তে জরুরি অবস্থা, ট্রাম্পের অভিবাসন নীতিতে আতঙ্কে ভারতীয়রা

Jan 21, 2025, 17:14 PM IST
1/8

মার্কিন নাগরিকত্ব

মার্কিন নাগরিকত্ব

আমেরিকার প্রেসিডেন্ট পদ শপথ নিয়ে একগুচ্ছ নির্দেশিকায় সই করেছেন ডেনাল্ড ট্রাম্প। কেউ যুক্তরাষ্ট্রে জন্মালেই তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবেন, তেমনটা আর হচ্ছে না। দেড় শ বছরের পুরনো অধিকারকে হাস্যকর বলে মনে করেন ট্রাম্প। তবে শুধুমাত্র নির্দেশিকা দিয়েই ওই নীতি উড়িয়ে দেওয়া যাবে না বলে মনে করছে বিভিন্ন মহল। কারণ জন্মসূত্রে নাগরিকত্বের বিধান রয়েছে মার্কিন সংবিধানেই।  

2/8

সীমান্তে জরুরি অবস্থা

সীমান্তে জরুরি অবস্থা

১৯৪৪ সালে এই পদক্ষেপ প্রথম নেওয়া হয়। এটিকে বলা হয় টাইটেল ৪২। বাইরে থেকে লোক আসা কমাতে এই নীতি অবলম্বন করতে পারেন ট্রাম্প। করোনা মহামারির সময় টাইটেল ৪২ ব্যবহার করা হয়েছিল। করোনার কোনও রোগের খোঁজ করছেন ট্রাম্প যার অজুয়াহাতে তিনি সীমান্ত বন্ধ করে দিতে পারেন। এমনটাই মনে করছে বিভিন্ন মহল।

3/8

অভিবাসন নীতি

অভিবাসন নীতি

অবৈধ অভিবাসীদের তাড়ানো হবে। প্রচারে এমনটাই বলেছিলেন ট্রাম্প। ওই আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেফতার করতে পারবে অভিবাবন দফতর। এতে সবচেয়ে বড় বিপদে পড়বে মেক্সিকো-সহ এশিয় দেশগুলি। পাশাপালি লাতিন আমেরিকার দেশগুলিও বিপদে পড়বে।

4/8

শুল্ক নীতি

শুল্ক নীতি

চিনের পণ্য ছেয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার। ফলে বহুদিন আগে থেকেই ট্রাম্প বলে আসছেন বিদেশি পণ্যের উপরে ১০ গুণ শুল্ক আরোপ করা হবে। তাতে দেশিয় শিল্প বাঁচবে। মনে করা হচ্ছে চিনের পণ্যের উপরে ৬০ শতাংশ, মেক্সিকো ও কানাডার পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ হতে পারে।

5/8

সীমান্তে প্রাচীর

সীমান্তে প্রাচীর

প্রথমবার মার্কিন প্রেসিডেন্টে হয়ে মেক্সিকো সীমানায় প্রাচীর নির্মাণের জন্য একটি নির্দেশিকায় সই করেছিলেন ট্রাম্প। প্রাচীরটির একটি অংশ তৈরি হলেও পরে তা বন্ধ হয়ে যায়। এবার হয়তো সেই কাজ ফের শুরু হবে।

6/8

গোপন নথি

গোপন নথি

ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত সব নথি তিনি প্রকাশ্যে আনবেন। পাশাপাশি ১৯৬৮ সালে রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডে তথ্যও প্রকাশ করা হবে।

7/8

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন তিনি ক্ষ মতায় এলেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবেন। হয়তো ৬ মাস সময় লাগতে পারে। শপথ নেওয়ার দিন ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে চান।  

8/8

জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তন

ডো বাইডেন সরকারের আমলে পরিবেশবান্ধব কাজ বৃদ্ধি, দুষেণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছিল। সেইসব নির্দেশিকা বাতিল করে দিতে পারেন ট্রাম্প। ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয় আসেন ট্রাম্প। এটি একটি আন্তর্জাতিক মাইলফলক চুক্তি, যার উদ্দেশ্য বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির মাত্রা কমিয়ে আনা।