Who Is Arpita Mukherjee: অখ্যাত অভিনেত্রী থেকে মন্ত্রী-ঘনিষ্ঠ! কে এই অর্পিতা? জানুন...

| Jul 23, 2022, 01:20 AM IST
1/9

উদ্ধার নগদ ২০ কোটি, সোনা, বৈদেশিক মুদ্রা

Who Is Arpita Mukherjee 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দিনভর মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়ি সহ রাজ্যের ১৩ জায়গায় ইডির তল্লাশি। আর তারপরই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে নগদ ২০ কোটি উদ্ধার। শুক্রবার রাত ৮টা ১০ নাগাদ টুইট করে টাকা উদ্ধারের কথা জানায় ইডি। শুধু বিপুল পরিমাণ নগদ-ই নয়, বিপুল সোনা, বৈদেশিক মুদ্রা এবং ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।

2/9

বীরভূমেও একাধিক সম্পত্তি

Who Is Arpita Mukherjee 2

শুধু নগদেই শেষ নয়! ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বীরভূমেও একাধিক সম্পত্তি আছে বলে সূত্রের দাবি। 

3/9

বোলপুরেও সম্পত্তি

Who Is Arpita Mukherjee 3

বীরভূমের বোলপুর মৌজায় অর্পিতা মুখোপাধ্য়ায়ের বেশ কয়েকটি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। অখ্যাত অভিনেত্রী থেকে মন্ত্রী-ঘনিষ্ঠ! কে এই অর্পিতা?

4/9

ওড়িশা ও তামিল সিনেমায় অভিনয়

Who Is Arpita Mukherjee 4

এক সময়ে ওড়িশা সিনেমায় অভিনয় করেন অর্পিতা মুখোপাধ্যায়। বেশ কিছু তামিল সিনেমাতেও অভিনয় করেন তিনি। বাংলা সিনেমা 'মামা ভাগ্নে', 'পার্টনার' সহ বেশ কিছু সিনেমাতে সহ অভিনেত্রী হিসেবে কাজ করেন।

5/9

নাকতলা উদয়ন সংঘের পুজোয়

Who Is Arpita Mukherjee 5

বেশ কয়েক বছর ধরে তাঁকে নাকতলা উদয়ন সংঘের পুজোর প্রোমোতেও দেখা যায়। দেখা গিয়েছে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও।

6/9

পার্থর পাশে ভোট প্রচারে

Who Is Arpita Mukherjee 6

দেখা যায়, বেহালা পশ্চিম কেন্দ্রে পার্থ চট্টাপাধ্যায়ের সঙ্গে ভোটের প্রচারেও। পার্থ চট্টোপাধ্য়ায়ের পাশে বিভিন্ন জায়গাতেই তাঁর উপস্থিতি লক্ষ করা গিয়েছে। 

7/9

বিলাসবহুল ফ্ল্যাট

Who Is Arpita Mukherjee 7

গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতায় ডায়মন্ড সিটি সাউথে এক বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন অর্পিতা।

8/9

"তৃণমূলের সঙ্গে কোনও যোগাযোগ নেই"

Who Is Arpita Mukherjee 8

যদিও অর্পিতা মুখোপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষের স্পষ্ট বক্তব্য, "যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম জড়াচ্ছে, জবাব দেওয়ার দায়িত্ব তাঁর ও তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে? দলটা সব নজর রাখছে। যথাসময়ে দল তার বক্তব্য জানাবে। আমরা এখনও পর্যন্ত শুধু ইডির বক্তব্য পেয়েছি।"

9/9

"পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের খামে ভূরি ভূরি টাকা"

Who Is Arpita Mukherjee 9

অন্যদিকে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা, সোনা উদ্ধারের ঘটনায় তীব্র তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের খামে ভূরি ভূরি টাকা পাওয়া গিয়েছে। যার উপর জাতীয় প্রতীকের চিহ্নও রয়েছে।