1/9
উদ্ধার নগদ ২০ কোটি, সোনা, বৈদেশিক মুদ্রা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দিনভর মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়ি সহ রাজ্যের ১৩ জায়গায় ইডির তল্লাশি। আর তারপরই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে নগদ ২০ কোটি উদ্ধার। শুক্রবার রাত ৮টা ১০ নাগাদ টুইট করে টাকা উদ্ধারের কথা জানায় ইডি। শুধু বিপুল পরিমাণ নগদ-ই নয়, বিপুল সোনা, বৈদেশিক মুদ্রা এবং ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।
2/9
বীরভূমেও একাধিক সম্পত্তি
photos
TRENDING NOW
3/9
বোলপুরেও সম্পত্তি
4/9
ওড়িশা ও তামিল সিনেমায় অভিনয়
5/9
নাকতলা উদয়ন সংঘের পুজোয়
6/9
পার্থর পাশে ভোট প্রচারে
7/9
বিলাসবহুল ফ্ল্যাট
8/9
"তৃণমূলের সঙ্গে কোনও যোগাযোগ নেই"
যদিও অর্পিতা মুখোপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষের স্পষ্ট বক্তব্য, "যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম জড়াচ্ছে, জবাব দেওয়ার দায়িত্ব তাঁর ও তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে? দলটা সব নজর রাখছে। যথাসময়ে দল তার বক্তব্য জানাবে। আমরা এখনও পর্যন্ত শুধু ইডির বক্তব্য পেয়েছি।"
9/9
"পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের খামে ভূরি ভূরি টাকা"
photos