ভারতীয় দলেও আছেন 'এবি ডিভিলিয়ার্স'! খোঁজ দিলেন সঞ্জয় মঞ্জরেকর

Feb 06, 2020, 13:51 PM IST
1/5

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

মিস্টার ৩৬০ ডিগ্রি। এই নামে ক্রিকেট বিশ্ব তো একজনকেই চেনে। এবি ডিভিলিয়ার্স। কিন্তু ভারতীয় দলেও একজন এবি ডিভিলিয়ার্স রয়েছে। আর তাঁর খোঁজ দিলেন সঞ্জয় মঞ্জরেকর। কে তিনি! কে এল রাহুল। 

2/5

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

মাঠের যে কোনও অংশ দিয়ে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারতে পারেন এবি। তাই তাঁর এমন নামকরণ হয়েছিল। মঞ্জরেকর মনে করেন, কে এল রাহুলও মাঠের যে কোনও প্রান্তে শট খেলতে পারেন। 

3/5

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

টুইটে সঞ্জয় মঞ্জরেকর লেখেন, একমাত্র কে এল রাহুলের ৩৬০ ডিগ্রি ব্যাটিং অর্থোডক্স ও ক্লাসিকাল দেখায়। তাঁর এমন টুইট লেখার পর থেকেই ক্রিকেট সমর্থকরা এবির প্রসঙ্গ তুলেছেন। 

4/5

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

আরেক ধারাভাষ্যকার আকাশ চোপড়া ভবিষ্যদ্বাণী করেছেন, কে এল রাহুল একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করবেন। তাঁর এমন ভবিষ্যদ্বাণী সত্যি হবে বলে মনে করছেন রাহুল ভক্তরা। 

5/5

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

ভারতীয় দলের এবি ডিভিলিয়ার্স

জস বাটলার, গ্লেন ম্য়াক্সওয়েলদের মতো ব্যাটসম্যানরাও মাঠের যে কোনও প্রান্তে শট খেলতে পারেন। তবে মিস্টার ৩৬০ ডিগ্রি একজনই। এবি ডিভিলিয়ার্স। এবার সেই ঘরানায় না লেখালেন রাহুল। সঞ্জয় মঞ্জরেকরের দাবি অনুসারে।