1/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/02/292627-batchrelationship-1566045962.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রেমে পরা বারণ/ কারণে অকারণ। হ্যাঁ, জীবনসঙ্গী থাকলে অন্যজনের দিকে আকৃষ্ট হওয়াটা নিতান্তই অন্যায় হিসেবে দেখে থাকে আমাদের সমাজ। যে আকৃষ্ট হচ্ছে তার অন্যায় কিনা সে বিষয়ে মন্তব্য না করে বলাই যায়, জীবনসঙ্গীর প্রতি অন্যায় করা হচ্ছে। মূলত, এক্ষেত্রেই বলা হয় ঠকানো হচ্ছে জীবনসঙ্গীকে। কিন্তু, মন আকর্ষিত হলে মস্তিষ্ক আর কি বা করবে!
photos
TRENDING NOW
3/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/02/292625-batchlive-in-relationship-legalised-as-marriage1..jpg)
4/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/02/292624-batchin-love-together.jpg)
5/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/02/292623-batchimages.jpg)
যে কোনও সম্পর্কের ক্ষেত্রে সময় দেওয়া খুব জরুরি। আপনি যখন আপনার সঙ্গীকে সময় দেবেন না, এমন পরিস্থিতিতে আপনার সঙ্গী অন্য কারও প্রতি আকৃষ্ট হতে পারে। তাই আপনার সঙ্গীর জন্য সময় নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। জীবনসঙ্গীকে ছেড়ে অকারণে, অন্যজনের সঙ্গে মেসেজ বা ফোনে বা ক্যাফে টেরিয়ায় সময় কাটাবেন না। এত আপনার দুর্বলতা বাড়বে।
6/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/02/292622-batchimages-1.jpg)
photos