নারী শক্তি, এবার রাফাল জেট ওড়াবেন বায়ুসেনার মহিলা ফাইটার পাইলট

Sep 21, 2020, 18:24 PM IST
1/5

আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে  রাফাল ফাইটার জেট। এবার সেই রাফাল ফাইটার জেট ওড়াবেন বায়ুসেনার এক মহিলা পাইলট। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

2/5

ভারতীয় বায়ুসেনার ১৭ স্কোয়ার্ড্রনে পুরুষ ফাইটার পাইলটদের সঙ্গে দেশের বায়ুসীমা রক্ষায় নিয়োগ করা হচ্ছে এক মহিলা পাইলটকেও। এর জন্য এক মহিলা পাইলটের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে।  প্রসঙ্গত, বর্তমানে বায়ুসেনায় রয়েছেন ১০ ফাইটার মহিলা ফাইটার পাইলট।

3/5

গত ১০ সেপ্টেম্বর বায়ুসেনার গোল্ডেন অ্যারোজ স্কোয়ার্ড্রনে যোগ দিয়েছেন ৫টি রাফাল যুদ্ধ বিমান। তবে দেশে আসার পর থেকেই লাদাখ ও লেহর ওপর দিয়ে ওড়ানো হয়েছে একটি রাফালকে।

4/5

২০২১ সালের মধ্যে চুক্তিমতো ভারতে এসে যাবে মোট ৩৬টি রাফাল ফাইটার জেট। এ বছর অক্টোবর ও ডিসেম্বরেও কয়েকটি জেট আসতে পারে।

5/5

ইতিমধ্যেই ট্রেনিং শেষ করে মিগ-২১ বাইসন এর মতো বিমান ওড়াচ্ছেন ভারতের মহিলা ফাইটার পাইলটরা। তবে রাফালের মতো অত্যাধুনিক বিমান চালানোর জন্য আরও প্রশিক্ষণের প্রয়োজন। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে।