75th Independence Day : স্বাধীনতা দিবস উদযাপন, সারেগামাপা-র বিশেষ পর্বে কবিতা কৃষ্ণমূর্তি

| Aug 14, 2022, 19:01 PM IST
1/6

৭৫তম স্বাধীনতা দিবস

75th Independence Day

দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৭৫তম স্বাধীনতা দিবস। একই সঙ্গে Zee বাংলার তরফে 'সঙ্গীতের সেরা মঞ্চ' সারেগামাপা-তে বিশেষ উদযাপনের আয়োজন করা হয়েছে।  

2/6

সারেগামাপা-র স্পেশাল পর্ব

SaReGaMaPa special edisode

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারাগামাপা-র স্পেশাল পর্বে তেরঙা জাতীয় পতাকার সঙ্গে মিলিয়ে পোশাক পরতে দেখা যাবে প্রতিযোগীদের। 

3/6

দেশাত্মবোধক গান

Independence Day Special Song

 স্পেশাল পর্বে সারাগামাপা-র প্রতিযোগীদের গলায় শোনা যাবে দেশাত্মবোধক গান। শ্রদ্ধা জানানো হবে বীর স্বাধীনতা সংগ্রামীদের।

4/6

সারেগামাপা-য় কবিতা কৃষ্ণমূর্তি

Zee বাংলার সারেগামাপা-র মঞ্চে স্বাধীনতা দিবস উদযাপনের এই বিশেষ পর্বে উপস্থিত থাকবেন পদ্মশ্রীপ্রাপ্ত গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি। তাঁর উপস্থিতিতে স্পেশাল পর্বের প্রমো উঠে এসেছে চ্য়ানেলের ফেসবুক পেজে। 

5/6

সারেগামাপা-র বিচারকরা

Judges of SaReGaMaPa

সারেগামাপা-র এই বিশেষ পর্বের সঞ্চলনায় অন্যান্য দিনের মতোই থাকছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। বিচারকের আসনে থাকছেন শ্রীকান্ত আচার্য, ইমন চক্রবর্তী, শান্তনু মৈত্র, রাঘব চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। 

6/6

সারেগামাপা- সম্প্রচার

SaReGaMaPa telecast date

শনি ও রবিবার রাত ৯.৩০ মিনিটে সম্প্রচারিত হয় সারেগামাপা। তবে এই স্পেশাল পর্বটি দেখা যাবে রবিবার। চ্য়ানেলের পাশাপাশে Zee5 অ্যাপেও দেখা যায় এই রিয়ালিটি শো।