1/11
2/11
3/11
4/11
5/11
তেলেঙ্গানা-ভারতের ২৯তম রাজ্যের জন্ম
৩০ জুলাই ২০১৩, কেন্দ্রের কংগ্রেস সরকার অন্ধ্রপ্রদেশ ভেঙে ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানার জন্মের কথা ঘোষণা করল। একদিকে দীর্ঘ ৬০ বছরের পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনরত তেলেঙ্গানার মানুষরা যখন আনন্দে মেতে উঠলেন তখন সীমান্ধ্র আর রাওয়ালসিমা অঞ্চলে রাজ্য ভাগের ক্ষোভে শুরু হল বিক্ষোভ। তেলেঙ্গানার পূর্ণ রাজ্যে পরিণত হতে এখনও ৩-৪ মাস বাকি। তবে এখনও চলছে বিক্ষোভ।
6/11
আম আদমি পার্টির উত্থান
শুরুটা হয়েছিল আন্না হাজারের সঙ্গে। দুর্নীতি বিরোধী আন্দোলনের হাত ধরে। তারপর গুরুর সঙ্গে মতবিরোধ। নতুন রাজনৈতিক দল গড়ার সিদ্ধান্ত নিলেন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী অরবিন্দ কেজরিওয়াল। মাত্র আট মাস আগে মূলত তাঁর উদ্দোগ্যেই গঠিত হল আম আদমি পার্টির। সঙ্গে পেলেন যোগেন্দ্র যাদবদের মত কিছু বুদ্ধিজীবীকে। অংশ নিলেন দিল্লির বিধানসভা নির্বাচনে। দলীয় চিহ্ন ঝাঁটা। আর তারপরেই বাজিমাৎ। সবাইকে অবাক করে দিয়ে ব্যালট বক্সে ম্যাজিক দেখাল আপ। ৭০টার মধ্যে ২৮টি আসন দখল করে নিল। ঝাঁটার ঘায়ে কার্যত সাফ হয়ে গেল কংগ্রেস। মাত্র আট মাস বয়সের দলের দখলে এখন রাজধানীর মসনদ। মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন আন্নার একদা ভাবশিষ্য।
7/11
সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্টিং কিং তরুণ তেজপাল
সহকর্মীকে লিফটের মধ্যে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হন তেহলকা চিফ তরুণ তেজপাল। সহকর্মীর কাছে ইমেল করে ক্ষমা প্রার্থনা করেছিলেন তেজপাল। স্টিং কিংয়ের সেই ইমেল ফাঁস হয়ে যেতেই হইচই পরে যায় গোটা দেশ জুড়ে। আপাতত জেল হেফাজতে আছেন একদা বহু রাজনীতিকের ঘুম কেড়ে নেওয়া সাংবাদিক।
8/11
9/11
10/11