1/13
সোভিয়েতে টিনটিন
সোভিয়েতে টিনটিন। এই গল্পের হাত ধরেই ১৯২৯ বেলজিয়ান সাংবাদিক টিনটিনের আত্মপ্রকাশ। স্ট্যালিনের
শাসনকালে তৎকালীন সমাজতান্ত্রিক সমাজের আতুঁরঘর সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে
দেখতে সেখানে পাড়ি দিয়েছিল টিনটিন। সঙ্গে সাদা ফক্স টেরিয়ার মিলিউ(বাংলায় কুট্টুস, ইংরেজিতে স্নোয়ি)।
আদোপান্ত্য রাজনৈতিক এই কমিকসের প্রথম থেকেই সমাজতন্ত্রের চরম সমালোচনা করা হয়েছে। এমনকি
বলশেভিকদের অত্যাচারী হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। পশ্চিম ইউরোপের দেশ গুলিতে সেই সময়ই প্রবল
জনপ্রিয়তা লাভ করলেও এই বইটি নিয়ে বহু বিতর্কের সৃষ্টি হয়। সোভিয়েত রাশিয়াতে নিষিদ্ধ করা হয় এই
বই।
2/13
কঙ্গোয় টিনটিন
কঙ্গোয় টিনটিন। ১৯৩১ সালে প্রকাশিত টিনটিনের দ্বিতীয় অভিযান। প্রথমে বই আকারে প্রকাশিত হলেও
১৯৪৬ সালে আবার নতুন করে হার্জ টিনটিনের কঙ্গো অভিযানকে তৈরি করেন। রঙিন হয় টিনটিন। মধ্য
আফ্রিকার দেশ কঙ্গোর বন্যপ্রাণী, নতুন বন্ধু, সেখানকার শ্বেতাঙ্গ আর কৃষ্ণাজ্ঞ মানুষদের পারস্পরিক সম্পর্ক
উঠে এসেছে এই গল্পে। তবে কোনও কোনও সমালোচক টিনটিনের কঙ্গো অভিযানের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের
অভিযোগ এনেছিলেন। তার সঙ্গেই যে বহুল পরিমাণে বন্যপ্রাণ হত্যার উল্লেখ আছে এই গল্পে তাও প্রবল
সমালোচনার সম্মুখীন হয়েছিল। তবে এই কোন কিছুই এই অভিযানের জনপ্রিয়তায় ভাঁটা পড়তে দেয়নি।
3/13
আমেরিকায় টিনটিন
আমেরিকায় টিনটিন। নিজের রাজনৈতিক সত্বাকে ভরপুর বজায় রেখে এই গল্প থেকেই টিনটিন অনেক মজাদার।
শিকাগোর মাফিয়াদের রমরমার কথা বারবার উঠে এসেছে এই কাহিনীতে। তার সঙ্গে আছে রেড ইন্ডিয়ানদের
মজার কাজকর্ম। টিনটিন এক্কেবারে হিরোর একদম একা কী করে মাফিয়া চক্রের মাথাদের ধরিয়ে দেবে তার
মজার বর্ণনা সারা গল্প জুড়েই।
4/13
ফারাওর চুরুট
ফারাওর চুরুট। আফিম ব্যবসায়ীদের বিরুদ্ধে টিনটিনের টানটান অভিযান। এই গল্পের হাত ধরেই টিনটিনের
ভারতে আসা। টিনটিনের ভারত সফরে দুষ্টু ফকির থেকে শুরু করে গাইপাজামার রাজা, দিল্লির রাস্তায় ছুঁটে
বেড়ানো ষাঁড়, জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগার ব্রিটিশ আমলের উত্তর ভারতের একচিলতে ঝলক খুঁজে পাওয়া যায়
এই গল্পে।
5/13
নীল কমল রহস্য
নীল কমল রহস্য। এটা ফারাওর চুরুটেরই পরের অংশ। এখানে ভারত থেকে টিনটিন চিনবাসী। যে টিনটিন
একসময় সমাজতান্ত্রিক রাশিয়াকে নিয়ে তীব্র ব্যঙ্গ করেছিল, এখানে আবার সেই টিনটিন আর এক সমাজতান্ত্রিক
দেশ চিনে গিয়ে সেখানকার মানুষদের প্রশংসাই করেছে। তার সঙ্গে আফিম ব্যবসায়ীদের হাতেনাতে ধরেছে। এই
গল্পেই টিনটিনের সঙ্গে আলাপ হয় চ্যাং-এর।
6/13
কাঁকড়া রহস্য
কাঁকড়া রহস্য। এই গল্পেই অভিন্ন হৃদয় বন্ধু হুইস্কিপ্রেমী প্রবীণ নাবিক ক্যাপ্টেন হ্যাডকের সঙ্গে প্রথম আলাপ হয়
টিনটিনের। এর পরের টিনটিনের সব অভিযানের অবিচ্ছেদ্দ অঙ্গ ক্যাপ্টেন। `ব্লিস্টারিং বার্নিকালস` বা `ছুঁচো, হাতি,
উড়ন্ত টিকটিকি হিপোপটেমাসে`র মত `অমৃতবাণী`-র সঙ্গেও টিনটিনের তামাম পাঠক কুলের পথ চলা শুরু।
ওপিয়াম চালানকারী দুষ্টু লোকেদের সনাক্তকরে ধরিয়ে দিতেই টিনটিনের এই অভিযান। কাঁকড়ার টিনে করে কী
করে ওপিয়াম চালান, সাহারা মরুভূমির উপর দিয়ে উটের পিঠে টিনটিন আর ক্যাপ্টেনের যাত্রা, মরক্কো
সবমিলিয়ে জমাটি এই অ্যাডভেঞ্চার।
7/13
লাল বোম্বেটের গুপ্তধন
লাল বোম্বেটের গুপ্তধন। এই অ্যাডভেঞ্চার `বোম্বেটে জাহাজ`-এর পরের অংশ। কানে কালা, নিরীহ, ছোট্টখাট্টো
চেহাড়া আর অনন্য প্রতিভার অধিকারী প্রফেসর কার্থবাট ক্যালকুলাসের টিনটিন সিরিজে আত্মপ্রকাশ। এরপর
থেকে অসমবয়সী এই বৈজ্ঞানিক বন্ধুর সঙ্গে টিনটিন আর ক্যাপ্টেনের অনন্য বন্ধুতের ঝলক পাওয়া যায়
টিনটিনের পরবর্তী বেশ কিছু অ্যাডভেঞ্চারে। শুধু ক্যালকুলাসই নন, এই গল্পেই ক্যাপ্টেন ফিরে পান তাঁর
পিতৃপুরুষের অগাধ ধনসম্পদ সঙ্গে মার্লিনস্পাইক হলকেও। সঙ্গে যুক্ত হন ক্যাপ্টেনের চির বিশ্বস্ত বাটলার
নেস্টর।
8/13
সূর্্যদেবের বন্দী
সূর্যদেবের বন্দী। `মমির অভিশাপ`-এর দ্বিতীয় খণ্ড। ইনকা সভ্যতার ব্ল্যাক ম্যাজিক, তাদের সংস্কৃতি, সূর্যদেবের
অভিশাপে সাত বৈজ্ঞানিকের পাগল হয়ে যাওয়া, সঙ্গে সূর্যগ্রহণ আর উপস্থিত বুদ্ধির জোরে ক্যাপ্টেন,
ক্যালকুলাস আর কুট্টুসকে নিয়ে টিনটিনের মৃত্যুর মুখ থেকে ফিরে আসা- সবমিলিয়ে টিনটিন সিরিজের অন্যতম
জনপ্রিয় এবং রোমহর্ষক অ্যাডভেঞ্চার।
9/13
চাঁদে টিনটিন
চাঁদে পা ছোয়ানো প্রথম মানুষটির নাম কী? উঁহু মোটেও নিল আর্মস্ট্রং নন। ১৯৬৯ সালে আর্মস্ট্রং চাঁদে পা
রাখার পাক্কা ১৫ বছর আগে ১৯৫৪ সালেই চন্দ্রলোকে হাঁটাচলাটা সেরে ফেলেছিলেন টিনটিন অ্যান্ড কোং।
চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসাবে পা রেখেছিল লাল ঝুঁটি চুলের টিনটিন। ক্যালকুলাসের লালসাদা রকেটে
টিনটিনের সেই অনবদ্য চাঁদ অ্যাডভেঞ্চারের জাস্ট কোনও জবাব নেই।
10/13
11/13
তিব্বতে টিনটিন
তিব্বতে টিনটিন। টিনটিনের বাকি অভিযান গুলোর থেকে বেশ কিছুটা আলাদা তিব্বতে টিনটিন। যদিও এর
পরতে পরতে রোম খাড়া করা অ্যাডভেঞ্চার। কিন্তু এই গল্পের মূলেই আছে বন্ধুর প্রতি ভালবাসা। বন্ধু চ্যাংকে
খুঁজে বার করতে টিনটিনের অজানা পথে ঝাঁপিয়ে পড়া, চ্যাংকে বিন্দুমাত্র না চিনে শুধু মাত্র টিনটিনের বন্ধুতের
খাতিরে সব বিপর্যয় অগ্রাহ্য করে টিনটিনের সঙ্গী হওয়া, ভেঙে পড়া প্লেনের পাইলটের এই অভিযানে মেতে
ভয়ঙ্কর তুষার মানব ইয়েতির চ্যাং-এর প্রতি ভালবাসা- গভীর অনুভূতি ছড়িয়ে আছে এই গল্পের প্রতি ছত্রে।
12/13
বিপ্লবীদের দঙ্গলে
বিপ্লবীদের দঙ্গলে। এই কাহিনীতে টিনটিন আর তার বন্ধুরা মধ্য আমেরিকার এক দেশের সশস্ত্র অভুথ্যানের সঙ্গি।
মিলানের অপেরা গায়িকা বিয়াঙ্কা ক্যাস্তিফিয়র ও তার সাঙ্গোপাঙ্গোকে উদ্ধার করতে সাব থিওডেরাসে পৌঁছায়।
সেখানে খুঁজে পায় সাম্রাজ্যচ্যুত পুরনো বন্ধু জেনারেল আলকাজারকে। তারপর টিনটিন, ক্যাপ্টেন আর
ক্যালকুলাস মিলে আলকাজারের মাতাল দলবলের সঙ্গে যে ভাবে ক্যাপ্টেন টপিওকাকে হটিয়ে ফেলেছিল তার
সঙ্গে দক্ষিণ আমেরিকার সশস্ত্র সমাজতান্ত্রিক বিপ্লবের মস্ত মিল।
13/13