Anushka Sharma: ভারত বিশ্বকাপ জয়ের পর মেয়েকে জড়িয়ে কী আবেগঘন পোস্ট করলেন অনুষ্কা?

T20 World Cup Final 2024: ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। জয়ের পর, বিরাটের স্ত্রী এবং বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা নেটপাড়ায় আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। 

Updated By: Jun 30, 2024, 09:29 AM IST
Anushka Sharma: ভারত বিশ্বকাপ জয়ের পর মেয়েকে জড়িয়ে কী আবেগঘন পোস্ট করলেন অনুষ্কা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এদিন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, হার্দিক পান্ডে এবং মহম্মদ সিরাজ খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। প্রায় সমস্ত খেলোয়াড়দের চোখেই আবেগের জল। ভারত প্রায় ১ বছরের মধ্যে ৩য় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারতে হয়েছিল। কিন্তু সাত মাসের মধ্যে সেই চিত্রটা পুরোপুরিভাবে বদলে দিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাত রানে রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনাল জিতল ভারত।

জয়ের পর, বিরাটের স্ত্রী এবং বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা নেটপাড়ায় আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। অভিনেত্রী লেখেন, 'আমাদের মেয়ের কাছে সবচেয়ে চিন্তার কারণ ছিল যে সমস্ত খেলোয়াড়দের টিভিতে কাঁদতে দেখে তাদের আলিঙ্গন করার জন্য কেউ থাকলে। আমার ডার্লিং, তাদের ১.৫ বিলিয়ন মানুষ জড়িয়ে ধরেছে। অসাধারণ জয়। লেজেন্ডারি অর্জন। চ্যাম্পিয়নসদের অভিনন্দন।'

এর পরেও অনুষ্কা বিরাটের ছবি শেয়ার করেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। হাতে ট্রফি, গায়ে জড়ানো ভারতের পতাকা, আর এক গাল হাসি। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'এবং, আমি এই ছেলেটাকে ভালোবাসি। তোমাকে নিজের বলতে পারায় খুব কৃতজ্ঞ আমি। এবার আমার জন্য স্পার্কলিং ওয়াটার নিয়ে এসো সেলিব্রেট করার জন্য।'

আরও পড়ুন:Virat Kohli | T20 World Cup Final 2024: 'এবার আগামী প্রজন্ম এগিয়ে নিয়ে যাক...'! রোহিতকে কাপ উৎসর্গ করে বুক ভাঙলেন বিরাট

বিশ্বকাপের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের খেতাব জয় করেছেন বিরাট কোহলি। পুরস্কার নেওয়ার পর তিনি করলেন বড় ঘোষণা। যা শুনে তাঁর অনুরাগীদের মন ভেঙে গেল। বিরাট জানিয়েছেন এটি ভারতের হয়ে তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ১১ বছর পর বিশ্বব্যাপী কোনো টুর্নামেন্টে ভারতের জয়ের পর সম্প্রচারে কোহলি বলেন, 'এটি ছিল আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম।'

তিনি আরও বলেন, 'একদিন আপনার মনে হতে পারে আপনি আর রান করতে পারবেন না। আর তাই হয়। ভগবান শ্রেষ্ঠ। এটাই সেই উপলক্ষ, এখন নয় তো কখনই নয়ের সময় এসে গিয়েছে। ভারতের হয়ে এটাই ছিল আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আমরা শুধু কাপটাকে হাতে করে তুলতে চেয়েছিলাম।'

বিরাট আরও বলেন, 'এটা ওপেন সিক্রেটই বলা চলে। সবটুকু চেয়েছিলাম করে নিতে। বিশ্বকাপটিও জিততে চেয়েছিলাম। এবার আগামী প্রজন্ম টি-২০ এগিয়ে নিয়ে যাক। আমাদের দীর্ঘ প্রতীক্ষার আবসান। অবেশেষ আইসিসি-র ট্রফির খরা কাটল। রোহিত ন'টি টি-২০ বিশ্বকাপ খেলেছে। আমার এটি ষষ্ঠ। এই কাপের ও দাবিদার।'

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.