Argentina | Leonel Messi: মাঠে নেই মেসি, তবু লা পাজে বড় ব্যাবধানে জয় আর্জেন্টিনার

সম্প্রতি মেসির ক্লাব ইন্টার মিয়ামির অত্যন্ত ব্যস্ত সূচী ছিল। তিনি সতীর্থদের খেলা বেঞ্চ থেকেই দেখেছেন। তাঁর নাম বিকল্প হিসাবেও তালিকাভুক্ত করা হয়নি। বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের গোল করার পরে ক্লান্তির কথা বলেছিলেন তিনি।

Updated By: Sep 13, 2023, 04:33 PM IST
Argentina | Leonel Messi: মাঠে নেই মেসি, তবু লা পাজে বড় ব্যাবধানে জয় আর্জেন্টিনার
ছবি: ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসিকে বিশ্রাম দিলেও দক্ষিণ আমেরিকার বিশ্বকাপের বাছাইপর্বে তাদের জয়ের ধারা বজায় রেখেছে। মঙ্গলবার লা পাজে ১০ জনের বলিভিয়ার বিপক্ষে তারা ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে।

আরও পড়ুন: East Bengal: 'লং...লং...লং'! এলসের চোট থেকে এশিয়াডে ফুটবলার ছাড়া, অপকট কুয়াদ্রাত

সম্প্রতি মেসির ক্লাব ইন্টার মিয়ামির অত্যন্ত ব্যস্ত সূচী ছিল। তিনি সতীর্থদের খেলা বেঞ্চ থেকেই দেখেছেন। তাঁর নাম বিকল্প হিসাবেও তালিকাভুক্ত করা হয়নি। বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের গোল করার পরে ক্লান্তির কথা বলেছিলেন তিনি।

মেসির অনুপস্থিতি সত্ত্বেও, লিওনেল স্কালোনির দলের কাছে বলিভিয়ার বিরুদ্ধে প্রচুর বারুদ মজুদ ছিল। এনজো ফার্নান্দেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো এবং নিকোলাস গঞ্জালেজের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

আরও পড়ুন: Team India | Asia Cup 2023: ২১৩ করেও জিততে পারে ভারত! রেলায় ফাইনালে রোহিতরা

৪০ মিনিটে বলিভিয়ার কাজ আরও কঠিন হয়ে যায় যখন ক্রিশ্চিয়ান রোমেরোকে ফাউল করে রবার্তো ফার্নান্দেজ লাল কার্ড দেখে।

বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

স্কালোনি তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন। ম্যাচের পরে তিনি বলেন যে তারা ‘উইথ দা বল খেলতে ভয় পায় না এবং মেসির অনুপস্থিতির জন্য একটি ব্যাখ্যাও দেন’।

তিনি বলেন, ‘লিও খেলার জন্য প্রস্তুত ছিল না, সে সুস্থ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে স্বচ্ছন্দ্য বোধ করেনি’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.