লিওনেল মেসির মান ভাঙাতে আর্জেন্টিনার নতুন কোচ এ কী করছেন!
লিওনেল মেসির মান ভাঙাতে বার্সেলোনা ছুটছেন আর্জেন্টিনার নয়া কোচ এডগার্ডো বাউজা। কোপা আমেরিকার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে অপ্রত্যাশিতভাবে বিদায় জানিয়েছিলেন মেসি। এলএম টেনের হটাত অবসরের সিদ্ধান্তে আলোড়ন পড়ে যায় বিশ্বফুটবলে। এরপর আর অবসর নিয়ে একটা কথাও বলেননি ফুটবলের যুবরাজ। ইতিমধ্যে বার্সেলোনার হয়ে প্রাক মরশুমে মাঠে নেমে পড়েছেন মেসি।
![লিওনেল মেসির মান ভাঙাতে আর্জেন্টিনার নতুন কোচ এ কী করছেন! লিওনেল মেসির মান ভাঙাতে আর্জেন্টিনার নতুন কোচ এ কী করছেন!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/06/62607-messi6-8-16.jpg)
ওয়েব ডেস্ক: লিওনেল মেসির মান ভাঙাতে বার্সেলোনা ছুটছেন আর্জেন্টিনার নয়া কোচ এডগার্ডো বাউজা। কোপা আমেরিকার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে অপ্রত্যাশিতভাবে বিদায় জানিয়েছিলেন মেসি। এলএম টেনের হটাত অবসরের সিদ্ধান্তে আলোড়ন পড়ে যায় বিশ্বফুটবলে। এরপর আর অবসর নিয়ে একটা কথাও বলেননি ফুটবলের যুবরাজ। ইতিমধ্যে বার্সেলোনার হয়ে প্রাক মরশুমে মাঠে নেমে পড়েছেন মেসি।
আরও পড়ুন আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়াকে পিছনে ফেলে সবার উপরে ভারত!
অন্যদিকে জেরার্ডো মার্টিনহোর পরিবর্তে এই মূহুর্তে মারাদোনার দেশের কোচের দায়িত্বে বাউজা। কোচের হটসিটে বসেই মেসির সঙ্গে একান্তে আলোচনা করতে বার্সেলোনা যাচ্ছেন বাউজা। এলএম টেনকে বুঝিয়ে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলবেন নয়া কোচ। সূত্রের খবর বাউজার সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক মেসি নিজেও। দুপক্ষের আলোচনা ইতিবাচক হলে ফের মেসির নীলসাদা জার্সিতে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন এক নজরে দেখে নিন আজ কোন কোন ইভেন্টে রয়েছে ভারতীয় দল