AUS vs IND: সিডনিতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া
বিরানব্বই বিশ্বকাপের সেই নেভি ব্লু রঙের রেট্রো জার্সি পড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ মাঠে নামছেন কোহলি-রাহুলরা।একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে, মাঠে আবার দর্শক ফিরছে এই ম্যাচ দিয়েই।
নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত, ফিরছে দর্শকও। করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলির দল। ডনের দেশে অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
Update: Australia have won the toss in the first ODI and have opted to bat first. #AUSvIND pic.twitter.com/YbYFN34zMu
— BCCI (@BCCI) November 27, 2020
বিরানব্বই বিশ্বকাপের সেই নেভি ব্লু রঙের রেট্রো জার্সি পড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ মাঠে নামছেন কোহলি-রাহুলরা।একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে, মাঠে আবার দর্শক ফিরছে এই ম্যাচ দিয়েই। তবে কোভিড বিধি মেনে তাও ৫০ শতাংশ।
সিডনিতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। আজ থেকে শুরু অস্ট্রেলিয়ান সামারও।
একনজরে অস্ট্রেলিয়ার প্রথম এগারো-
অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক),ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারে, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোস হ্যাজেলউড
একনজরে ভারতের প্রথম এগারো-
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহল, মহম্মদ শামি, নভদীপ সাইনি,জশপ্রীত বুমরাহ
আরও পড়ুন - রোহিতের চোট নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে! দাবি কোহলির