২৫ বছর ধরে পাঁচিল অক্ষত, রেকর্ড রানে নিউ জিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
মেলবোর্নে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪৭ রানের বিশাল ব্যবধানে নিউ জিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া।
নিজস্ব প্রতিবেদন : একটা-দুটো দিন নয়। ২৫ বছর ধরে দেওয়াল অক্ষত রেখেছে অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ড গত ২৫ বছর ধরে সেই দেওয়ালে আঘাত হানার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ব্য়র্থতা ছাড়া কিছু জোটেনি কিউয়িদের। এবারও জেতার ভাল সুযোগ ছিল নিউ জিল্যান্ডের সামনে। কিন্তু দুরন্ত অজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না কেন উইলিয়ামসন, রস টেলররা। তৃতীয় দিনেই জয়ের রাস্তায় চওড়া করে ফেলেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে অপ্রতিরোধ্য নাথান লিঁয়র সৌজন্যে রেকর্ড রানে জিতল অজিরা। সেইসঙ্গে সিরিজ জয়ও হয়ে গেল অস্ট্রেলিয়ার।
মেলবোর্নে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪৭ রানের বিশাল ব্যবধানে নিউ জিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে পড়শি দেশের বিরুদ্ধে ২৫ বছর অপরাজিত থাকল অস্ট্রেলিয়া। পার্থে প্রথম ম্যাচেও কিউয়িদের ২৯৬ রানে হারিয়েছিল অজিরা। এবার সিডনিতে তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। মেলবোর্নে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে তুলতে হত ৪৮৮ রান। কিন্তু ২৪০ রানেই গুটিয়ে যায় তারা।
আরও পড়ুন- ধোনির সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ইশান্তের, ঘাঁটলেন পুরনো কাসুন্দি
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৭ রানের জবাবে কেন উইলিয়ামসনের দল গুটিয়ে যায় মাত্র ১৪৮ রানে। প্রথম ইনিংসে কিউয়ি ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন প্যাট কামিন্স। পাঁচ উইকেট নেন তিনি। এর পর ৫ উইকেটে ১৬৮ রান তুলে দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। ৪৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে নিউ জিল্যান্ডের ব্যাটিং। চতুর্থ দিন সকালের সেশনে জেমস প্যাটিনসন নয় বলে তিন উইকেট তুলে নেন। নাথান লিঁয় নেন চার উইকেট।