সব Social Media অ্যাকাউন্ট বন্ধ, Olympics-এ মনোযোগ বজরং পুনিয়ার
আসন্ন অলিম্পিকে বজরং ভারতের পদক জয়ের অন্যতম বড় আশা।
![সব Social Media অ্যাকাউন্ট বন্ধ, Olympics-এ মনোযোগ বজরং পুনিয়ার সব Social Media অ্যাকাউন্ট বন্ধ, Olympics-এ মনোযোগ বজরং পুনিয়ার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/01/308851-bajrang-punia.jpg)
নিজস্ব প্রতিবেদন - ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া সোমবার জানান আসন্ন অলিম্পিকের প্রস্তুতির জন্য নিজের সবকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে তিনি বন্ধ করছেন। অলিম্পিক পর্যন্ত নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখার জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। আপাতত প্রস্তুতিতেই পুরোপুরি মনোযোগ দিতে চান বলে জানান তিনি।
আসন্ন অলিম্পিকে বজরং ভারতের পদক জয়ের অন্যতম বড় আশা। সোমবার তিনি টুইট করে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। টুইটারে হিন্দিতে তিনি লেখেন, “আমি আজ থেকে নিজের সবকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে বন্ধ করছি। অলিম্পিকের পরেই আবার সবার সঙ্গে দেখা হবে। আশা করি আপনারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিতে থাকবেন। জয় হিন্দ।”
Mein apne sabhi social media handles ko aaj se band kar raha hu. Ab Olympic ke baad aap sabhi se mulaakaat hogi ... ummeed karta hu aap apna pyaar banaye rakhenge ..... jai Hind pic.twitter.com/wCKXuT4gj9
বজরং সদ্য ফিরেছেন আমেরিকা থেকে প্রশিক্ষণ নিয়ে। মিশিগানের ক্লিফ কিন কুস্তি ক্লাবে এক মাস থেকে ট্রেনিং নিয়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার থেকে ইতালিতে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন তিনি।