লা লিগার খেতাবি দৌড়ে জোরাল ধাক্কা খেল বার্সেলোনা
লা লিগার খেতাবি দৌড়ে জোরাল ধাক্কা খেল বার্সেলোনা। মাদ্রিদ ডার্বিতে রিয়ালের পয়েন্ট নষ্টের সুযোগ নিতে পারল না লুই এনরিকের দল। উল্টে অ্যাওয়ে ম্যাচে মালাগার কাছে হেরে গিয়ে আরও পিছিয়ে পড়ল মেসি-সুয়ারেজ-রা। শূন্য-দুই গোলে হারের পাশাপাশি বার্সা কোচের চিন্তা বাড়াল নেইমারের লালকার্ড। মাদ্রিদ ডার্বিতে রোনাল্ডোদের পয়েন্ট নষ্ট দেখে মাঠে নেমেছিলেন মেসিরা। বিরতির আগে স্যান্ডো রামিরেজের গোলে পিছিয়ে পড়ে বার্সা।
ওয়েব ডেস্ক: লা লিগার খেতাবি দৌড়ে জোরাল ধাক্কা খেল বার্সেলোনা। মাদ্রিদ ডার্বিতে রিয়ালের পয়েন্ট নষ্টের সুযোগ নিতে পারল না লুই এনরিকের দল। উল্টে অ্যাওয়ে ম্যাচে মালাগার কাছে হেরে গিয়ে আরও পিছিয়ে পড়ল মেসি-সুয়ারেজ-রা। শূন্য-দুই গোলে হারের পাশাপাশি বার্সা কোচের চিন্তা বাড়াল নেইমারের লালকার্ড। মাদ্রিদ ডার্বিতে রোনাল্ডোদের পয়েন্ট নষ্ট দেখে মাঠে নেমেছিলেন মেসিরা। বিরতির আগে স্যান্ডো রামিরেজের গোলে পিছিয়ে পড়ে বার্সা।
আরও পড়ুন শিলিগুড়িতে লাল-হলুদের ডেরায় গিয়ে মাস্তানি করল মোহনবাগান
পিছিয়ে পরার পর গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপান মেসিরা। কিন্তু পঁয়ষট্টি মিনিটে নেইমারের লালকার্ড বার্সার কামব্যাকে জল ঢেলে দেয়। ইনজুরি টাইমে কফিনে শেষ পেরেক পুঁতে বার্সার হার নিশ্চিত করে দেন জনি। রোনাল্ডোদের এক ম্যাচ বেশি খেলে পাঁচ পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা।
আরও পড়ুন বুন্দেশলিগায় জিতেই চলেছে বায়ার্ন মিউনিখ