সবুজ মেরুনের ঘরের ছেলে ব্যারেটো কি এবার লালহলুদের ছত্রছায়ায়? ময়দানে জুড়ে জোর গুঞ্জন

ইস্টবেঙ্গলে হোসে রামিরেজ ব্যারেটো। গত শুক্রবার সন্ধে ছটায় ইস্টবেঙ্গল তাঁবুতে আসেন মোহনবাগানের ঘরের ছেলে ব্যারেটো। ক্লাবতাঁবুতে প্রায় ঘন্টা খানেক বৈঠক হয় শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ব্যারেটোর। তবে কি লাল হলুদ জার্সিতে অবসর নিতে চাইছেন ব্যারেটো? নাকি যুক্ত হতে চাইছেন ইস্টবেঙ্গলের অ্যাকাডেমি সংক্রান্ত কাজে? তবে শোনা যাচ্ছে শিলিগুড়িতে ইস্টবেঙ্গল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হতে পারেন ব্যারেটো। কারন তাঁর এবং বেটোরও অ্যাকাডেমি আছে।

Updated By: Feb 6, 2014, 11:40 PM IST

ইস্টবেঙ্গলে হোসে রামিরেজ ব্যারেটো। গত শুক্রবার সন্ধে ছটায় ইস্টবেঙ্গল তাঁবুতে আসেন মোহনবাগানের ঘরের ছেলে ব্যারেটো। ক্লাবতাঁবুতে প্রায় ঘন্টা খানেক বৈঠক হয় শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ব্যারেটোর। তবে কি লাল হলুদ জার্সিতে অবসর নিতে চাইছেন ব্যারেটো? নাকি যুক্ত হতে চাইছেন ইস্টবেঙ্গলের অ্যাকাডেমি সংক্রান্ত কাজে? তবে শোনা যাচ্ছে শিলিগুড়িতে ইস্টবেঙ্গল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হতে পারেন ব্যারেটো। কারন তাঁর এবং বেটোরও অ্যাকাডেমি আছে।

ব্যারেটো ও ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার দুপক্ষই অবশ্য বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে মোহনবাগানের ঘরের ছেলে ব্যারেটোর দাবি,তিনি আপ্লুত ইস্টবেঙ্গলের আতিথেয়তায়। ইস্টবেঙ্গল কর্তাকেও সেকথা জানিয়েছেন ব্যারেটো। বৈঠকে ব্যারেটো নাকি জানিয়েছেন,তিনি এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক। যা শুনে খুশি ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। বৈঠক শেষে বাড়িতে গিয়েও ব্যারেটো লাল হলুদ শীর্ষকর্তাকে এসএমএসেও জানান,তাঁর ভাল লাগার কথা। সব মিলিয়ে এখন জল্পনা তুঙ্গে ইস্টবেঙ্গলে ব্যারেটোর বৈঠক নিয়ে।

.