স্বার্থের সংঘাতে সতর্ক থাকার নির্দেশ বিসিসিআইয়ের
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তার প্রতিটি সংস্থাকে নির্দেশ দিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য। সংস্থার কর্তারা যদি কনফ্লিক্ট ইন্টারেস্টের আওতায় পড়েন তাহলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর সকল কর্তাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়ে আগাম তথ্য পেশ করার নির্দেশ দিয়েছেন। বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া বলেন ক্রিকেটকে পরিচ্ছন্ন করার জন্য এই পদক্ষেপ জরুরি। আর্থিক স্বচ্ছতা যেমন জরুরি তেমন কেউ স্বার্থ সংঘাতের সঙ্গে জড়িয়ে আছেন কিনা তাও বোর্ডের নজরে আসা উচিত।
ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তার প্রতিটি সংস্থাকে নির্দেশ দিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য। সংস্থার কর্তারা যদি কনফ্লিক্ট ইন্টারেস্টের আওতায় পড়েন তাহলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর সকল কর্তাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়ে আগাম তথ্য পেশ করার নির্দেশ দিয়েছেন। বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া বলেন ক্রিকেটকে পরিচ্ছন্ন করার জন্য এই পদক্ষেপ জরুরি। আর্থিক স্বচ্ছতা যেমন জরুরি তেমন কেউ স্বার্থ সংঘাতের সঙ্গে জড়িয়ে আছেন কিনা তাও বোর্ডের নজরে আসা উচিত।
শুধুমাত্র ক্রিকেট কর্তারাই নন, সংস্থাগুলিও কোন স্বার্থ সংঘাতে জড়িয়ে পড়ে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট না করে সেজন্যই এই কড়া পদক্ষেপ বোর্ডের। স্পট ফিক্সিং ইস্যুতে মুদগল কমিটির রিপোর্টে বিসিসিআইয়ের কয়েকজন শীর্ষ কর্তার স্বার্থ সংঘাতে জড়িয়ে পড়ার ইস্যুটি জোড়ালোভাবে উঠে আসে। অভিযোগের তির অবশ্যই ছিল প্রাক্তন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের দিকে। এবার বোর্ডের এই নির্দেশে বিপাকে পড়তে পারে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কর্নাটক অ্যাসোসিয়েশন। টিএনসিএ-র সচিব কাশী বিশ্বনাথন সংস্থার সচিব হওয়ার পাশাপাশি এখনও চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর আছেন। কর্নাটক অ্যাসোসিয়েশনের সচিব ব্রিজেশ প্যাটেলও এই পদে থেকেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট অপারেশনের দায়িত্বে আছেন। ঠিক একই সমস্যায় পড়তে পারেন অনিল কুম্বলে,সঞ্জয় বাঙ্গার ও রজার বিনিও।