বিসিসিআই-এর প্রস্তাবে কিছুটা রাজি বিসিবি, ক্রিকেটাররা চাইলে ইডেনেই দিন-রাতের টেস্ট!
২২ নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। আর সেই ম্যাচেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পারেন ভারতের দর্শকরা।
নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক বিরাট কোহলির ইতিবাচক মনোভাব। নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ইডেনে দ্বিতীয় টেস্টটি গোলাপি বলে (দিন-রাত) খেলার প্রস্তাব দিয়েছে বিসিবিকে। বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের তরফে এখনও সম্মতি মেলেনি। কিছুটা রাজি বিসিবি। ক্রিকেটাররা চাইলে ইডেনেই দিন-রাতের টেস্ট!
টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমায় টেস্ট ক্রিকেট নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমশ তলানিতে ঠেকেছে। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে বিরাট কোহলি পাঁচটি নির্ধারিত ভেনু রাখার কথা বলেছিলেন। অন্যদিকে, নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অনেকদিন ধরেই বলে আসছেন, দিন-রাতের গোলাপি বলে টেস্ট খেলা হলে মানুষের আগ্রহ বাড়তে পারে।
বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর নিজের এই প্রস্তাব সৌরভ গাঙ্গুলি সরাসরি রাখেন টিম ইন্ডিয়ার অধিনায়কের সামনে। বিরাট কোহলি গোলাপি বলে টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। ইডেনেই প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলতে পারে টিম ইন্ডিয়া। ২২ নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। আর সেই ম্যাচেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পারেন ভারতের দর্শকরা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি ইতিমধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলে ফেলেছে।
আরও পড়ুন - কেনিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেল নতুন এই দেশ!
বিসিসিআই-এর তরফে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দিন-রাতের গোলাপি বলে টেস্ট খেলার ব্যাপারে সম্মতি চেয়েছে। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিলেও কলকাতায় ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্ট খেলতে কিছুটা রাজি বিসিবি। ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি।