আমির-শ্রেয়াণের দুরন্ত লড়াই স্বত্ত্বেও সিকে নাইডু ট্রফিতে রানার্স বাংলা

এক সময় ১২৪ রানে ৯ উইকেট পরে যায় পঞ্জাবের। সেখান থেকে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় পঞ্জাব।

Updated By: Feb 5, 2019, 07:26 PM IST
আমির-শ্রেয়াণের দুরন্ত লড়াই স্বত্ত্বেও সিকে নাইডু ট্রফিতে রানার্স বাংলা

নিজস্ব প্রতিবেদন : অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফির ফাইনালে পঞ্জাবের কাছে হারল বাংলা। দুরন্ত লড়াই করেও রানার্স হয়েই থাকতে হল সৌরাশিস লাহিড়ির ছেলেদের। মাত্র দু দিনেই শেষ হয়ে গেল সিকে নাইডু ট্রফির ফাইনালে বাংলা-পঞ্জাব দ্বৈরথ। পাটিয়ালার ঘূর্ণি উইকেটে দু দিনে ৩৯টি উইকেট পরল।  

আরও পড়ুন - টি-টোয়েন্টি দলে ফিরতেই অনুশীলনে হার্দিকের বলে রিভার্স ফ্লিক ঋষভের

পাটিয়ালায় মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিন সকালে শ্রেয়ান চক্রবর্তী ও আমির গনিদের দাপটে বাংলা ম্যাচে ফিরে আসে। বাংলার প্রথম ইনিংসের ১৯১ রানের জবাবে ১৩৩ রানে শেষ পঞ্জাবের প্রথম ইনিংস। ৫৮ রানের লিড পেয়ে যায় বাংলা। শ্রেয়ান ও আমির দু জনেই চারটি করে উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্জাবের বাঁ হাতি স্পিনার হরপ্রীতব্রারের ভেলকিতে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় বাংলার দ্বিতীয় ইনিংস। বাংলার হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন অধিনায়ক ঋত্বিক চট্টোপাধ্যায়। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন হরপ্রীতব্রার। ১৩৫ রানের টার্গেট নিয়ে পঞ্জাব ব্যাট করতে নামলে পাল্টা প্রত্যাঘাত হানেন আমির-শ্রেয়ানরা। নিয়মিত ব্যবধানে পঞ্জাবের উইকেট তুলে নিতে থাকেন তাঁরা। এক সময় ১২৪ রানে ৯ উইকেট পরে যায় পঞ্জাবের। সেখান থেকে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় পঞ্জাব। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেও দলকে জেতাতে পারলেন না বাংলার তরুণ স্পিনার শ্রেয়ান চক্রবর্তী।  

 

.