KL Rahul: বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই! ফর্মে ফিরতে কি ইরানি কাপ খেলবেন কে এল রাহুল?

ইরানি কাপে  অবশিষ্ট ভারতের অধিনায়কত্ব করবেন সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল, অভিমন্যু ঈশ্বরণ ও প্রিয়ঙ্ক পাঞ্চাল। এখন কার হাতে জাতীয় নির্বাচকরা দায়িত্ব তুলে দেন সেটাই দেখার।   

Updated By: Feb 23, 2023, 05:49 PM IST
KL Rahul: বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই! ফর্মে ফিরতে কি ইরানি কাপ খেলবেন কে এল রাহুল?
এভাবেই বারবার ব্যর্থ হয়ে মাঠ ছেড়েছেন কেএল রাহুল। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারেই ছন্দে নেই কে এল রাহুল (KL Rahul)। লাগাতার খারাপ ব্যাটিং করার জন্য প্রবল সমালোচনার মুখে টিম ইন্ডিয়ার (Team India) সহ অধিনায়ক। এমন অবস্থায় চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্টে তাঁর জায়গায় শুভমন গিলকে (Shubman Gill) ওপেনার হিসেবে দেখা গেলে, অবাক হওয়ার কিছুই থাকবে না। শোনা যাচ্ছে কে এল রাহুলকে ফর্মে ফেরানোর জন্য তাঁকে রিলিজ করে দিতে পারেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। দলের তারকা ব্যাটারকে রানে ফেরাতে উদ্যোগী টিম ম্যানেজমেন্ট। আর তাই এহেন কে এল রাহুল নাকি ইরানি কাপ (Irani Cup 2023) খেলতে পারেন।  ১ মার্চ থেকে গতবারের রঞ্জি ট্রফি (Ranji Trophy) জয়ী মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে ইরানি কাপ খেলতে নামবে অবশিষ্ট ভারত (Rest of India)। 

কে এল রাহুলের ইরানি কাপ খেলার প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, "লাগাতার রান না পেয়ে কে এল রাহুলের আত্মবিশ্বাস এখন তলানিতে গিয়ে ঠেকছে। তাই ও ইরানি কাপ খেললে ব্যাপারটা মন্দ হয় না। মধ্যপ্রদেশের বোলিং অ্যাটাক বেশ ভালো। আবেশ খানের মতো জোরে বোলার আছে। তাই ওকে একবার ইরানি কাপ খেলিয়ে দেখতেই পারেন রাহুল দ্রাবিড়-রোহিত শর্মারা।" 

আরও পড়ুন: IND vs AUS: ফের এনসিএতে হার্দিক, চাহাল-সহ টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার! কিন্তু কেন? কী এমন ঘটল?

আরও পড়ুন: Virat Kohli and Rohit Sharma: কোহলি-রোহিতের টিম ইন্ডিয়ার কাছ থেকে কোন দুই 'বিরাট' আবদার করলেন সুনীল গাভাসকর

এরপর সেই কর্তা ফের যোগ করেন, "যদি কে এল রাহুল রান পায়, তাহলে অবধারিতভাবে ওর আত্মবিশ্বাস বাড়বেই। সেখানে রান পেলে ও চতুর্থ টেস্টের দলে ফিরতেই পারে।" 

এদিকে ইরানি কাপে  অবশিষ্ট ভারতের অধিনায়কত্ব করবেন সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল, অভিমন্যু ঈশ্বরণ ও প্রিয়ঙ্ক পাঞ্চাল। এখন কার হাতে জাতীয় নির্বাচকরা দায়িত্ব তুলে দেন সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.