IND vs AUS: ফের এনসিএতে হার্দিক, চাহাল-সহ টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার! কিন্তু কেন? কী এমন ঘটল?
১৭ মার্চ, মুম্বইতে আয়োজিত হবে প্রথম একদিনের ম্যাচ। ১৯ মার্চ বিশাখাপত্তনম ও ২২ মার্চ চেন্নাইতে আয়োজিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ। তবে প্রথম ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন 'হিটম্যান'। সেইজন্য প্রথম একদিনের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) ছুটলেন টিম ইন্ডিয়ার (Team India) একাধিক বোলার! কিন্তু কেন? কী এমন ঘটল? কেনই বা অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে নামার আগে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), যজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), উমরান মালিক-সহ (Umran Malik) পাঁচ বোলার এখন এনসিএ-তে (NCA) আছেন। বিসিসিআই (BCCI) সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
টেস্ট সিরিজের পর এবার তিন ম্যাচের একদিনের সিরিজেও দাপট দেখাতে মরিয়া ভারতীয় দল। এরমধ্যে আবার চলতি বছর দেশের মাঠে আয়োজিত হবে আর তাই সীমিত ওভারের স্পেশালিস্ট বোলারদের ফিটনেস দেখে নেওয়ার জন্য হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর দলের পাঁচ বোলারদের এনসিএ-তে পাঠিয়ে দিয়েছেন। যাতে শার্দুল ঠাকুর (Shardul Thakur)-ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারেন।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, "উমরান মালিক ও যজুবেন্দ্র চাহাল ইতিমধ্যেই এনসিএ-তে চলে গিয়েছেন। ব্যক্তিগত কাজ সেরে আগামি কয়েক দিনের মধ্যে হার্দিক, শার্দূলরাও যোগ দেবেন।
১৭ মার্চ, মুম্বইতে আয়োজিত হবে প্রথম একদিনের ম্যাচ। ১৯ মার্চ বিশাখাপত্তনম ও ২২ মার্চ চেন্নাইতে আয়োজিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ। তবে প্রথম ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন 'হিটম্যান'। সেইজন্য প্রথম একদিনের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক।
দলে রয়েছে সাত ব্যাটার, চার অলরাউন্ডার ও সাত বোলার। ব্যাটাররা হলেন— রোহিত, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল ও ঈশান কিশান। চার অলরাউন্ডার হলেন— হার্দিক, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। সাত বোলার হলেন— কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়, উমরান মালিক, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট। অর্থাৎ, টেস্ট দলের পরে এবার এক দিনের দলেও ফিরলেন সৌরাষ্ট্রকে রঞ্জি জেতানো অধিনায়ক জয়দেব উনাদকাট।
এক নজরে ভারতের একদিনের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঈশান কিশান (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াসিংটন সুন্দর, যজুবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।