রবিবারের অপেক্ষায় বুদ্ধ সার্কিট, একদিন বাদেই গ্রাঁ প্রি ট্র্যাকে দেখা যাবে ভেটেল ম্যাজিক
রবিবারের অপেক্ষায় বুদ্ধ সার্কিট। ওইদিন গ্রাঁ প্রি ট্র্যাকে ঝড় তুলতে আসছেন সেবাস্তিয়ান ভেটেল,অ্যাড্রিয়ান সুটিলরা। তারপর এক বছরের বিরতি। ২০১৪ সালে কোনও মোটর রেসিং ইভেন্ট নেই উত্তরপ্রদেশে। স্থানীয় বাসিন্দাদের কাছে এক বছরের শান্তি। গাড়ির শব্দ নেই,নেই ধুলোবালির তুফান,দর্শকের আনাগোনা । রবিবারের অপেক্ষায় বুদ্ধ সার্কিটের আশপাশের গ্রামগঞ্জও।
রবিবারের অপেক্ষায় বুদ্ধ সার্কিট। ওইদিন গ্রাঁ প্রি ট্র্যাকে ঝড় তুলতে আসছেন সেবাস্তিয়ান ভেটেল,অ্যাড্রিয়ান সুটিলরা। তারপর এক বছরের বিরতি। ২০১৪ সালে কোনও মোটর রেসিং ইভেন্ট নেই উত্তরপ্রদেশে। স্থানীয় বাসিন্দাদের কাছে এক বছরের শান্তি। গাড়ির শব্দ নেই,নেই ধুলোবালির তুফান,দর্শকের আনাগোনা । রবিবারের অপেক্ষায় বুদ্ধ সার্কিটের আশপাশের গ্রামগঞ্জও।
ঝাঁ চকচকে বুদ্ধ সার্কিট। উত্তরপ্রদেশের স্বপ্নের প্রকল্প । তার ঢিল ছোঁড়া দুরত্বে ডাঙ্কৌর গ্রাম । ভারতের আর পাঁচটা গাঁয়ের মতোই এখানে অন্নচিন্তা চমত্কারা । ফর্মূলা ওয়ান মোটর রেসিং নিয়ে ভাবার ফুরসত কই স্থানীয় বাসিন্দাদের ? আন্তর্জাতিক গ্রাঁ প্রি সার্কিট সম্পর্কে অভিযোগের অন্ত নেই তাদের । রেসিং কারের শব্দে তাঁদের কান ঝালাপালা হয়ে যায় । তার সঙ্গে রয়েছে ধুলোর সমস্যা ।
সাধারণত, যে কোনও মেগা প্রকল্পের সৌজন্যে গোটা অঞ্চলের চালচিত্র বদলে যায়। বুদ্ধ সার্কিট সেই অর্থে যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। আড়াই হাজার একর জমিতে গ্রিনস স্পোর্টস সিটি তৈরি করতে চান উদ্যোক্তারা। তাতে থাকবে স্টেডিয়াম,গলফ কোর্স , হকি প্রশিক্ষণ কেন্দ্র, হোটেল , জিমন্যাসিয়াম। বিস্ময়কর শোনালেও বিপুল এই কর্মযজ্ঞে ব্রাত্য বুদ্ধ ইন্টারন্যাশানাল সার্কিটের আশপাশের গ্রাম।
রবিবার, ২৭ অক্টোবরের জন্য সেজে উঠছে উত্তরপ্রদেশের বুদ্ধ সার্কিট। সেবাস্তিয়ান ভেটেল,কিম রাইকোনেনদের টক্কর দেখতে মুখিয়ে রয়েছেন ফর্মূলা ওয়ানের ভক্তরা। তারপর এক বছরের বিরাম। ২০১৪ সালে কোনও রেসিং ইভেন্ট নেই বুদ্ধ সার্কিটে।
রবিবারের প্রতীক্ষায় ডাঙ্কৌর গ্রামের বাসিন্দারাও। একবছর হাঁফ ছেড়ে বাঁচবেন তাঁরা । গাড়ির শব্দ নেই,ধুলোবালি নেই,নেই দর্শকের ভিড় । কিছুদিন শান্তিতে ঘুমোবে বুদ্ধ সার্কিটের পড়শীরা।