ডোপ বিতর্ক ছড়াল চিন-আমেরিকা কূটনৈতিক যুদ্ধে

অলিম্পিকের ডোপিংয়ের অভিযোগ ঘিরেই শুরু হয়ে গেলে চিন বনাম আমেরিকার কূটনৈতিক যুদ্ধ। সাঁতারে ৪০০ মিটার মেডলিতে চিনা কিশোরী ইয়ে শিওয়নের বিশ্ব রেকর্ড ঝড় তুলেছে লন্ডন অলিম্পিকের সুইমিং পুলে। শেষ ল্যাপে তিনি ভেঙে দিয়েছেন পুরুষ সাঁতারুদের সব রেকর্ডও।

Updated By: Aug 2, 2012, 06:30 PM IST

অলিম্পিকের ডোপিংয়ের অভিযোগ ঘিরেই শুরু হয়ে গেলে চিন বনাম আমেরিকার কূটনৈতিক যুদ্ধ। সাঁতারে ৪০০ মিটার মেডলিতে চিনা কিশোরী ইয়ে শিওয়নের বিশ্ব রেকর্ড ঝড় তুলেছে লন্ডন অলিম্পিকের সুইমিং পুলে। শেষ ল্যাপে তিনি ভেঙে দিয়েছেন পুরুষ সাঁতারুদের সব রেকর্ডও। এরপরই শিওনের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ নিয়ে শুরু হয়ে তরজা। যার জল গড়িয়েছে কূটনীতির আঙিনাতেও।
ছেলেদের ইভেন্টে মার্কিন সোনাজয়ী সাঁতারু রায়ান লখটে ওই ৫০ মিটার যেতে সময় নিয়েছিলেন ২৯.১। কিন্তু তার কিছুক্ষণ পরই পুরুষদের সেই রেকর্ডকে পিছনে ফেলে শিওয়েন তার শেষ ল্যাপে সময় নিয়েছিল মাত্র ২৮.৯৩ সেকেন্ড। ১৬ বছরের চিনা কিশোরীর পারফর্ম্যান্স নিয়ে এরপরই অবিশ্বাস প্রকাশ করেন সুইমিং কোচেদের আন্তর্জাতিক সংস্থার ডিরেক্টর মার্কিন কোচ জন লেওনার্ড। এমনকী ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়া আইরিশ সাঁতারু মিশেল স্মিথের সঙ্গেও তুলনা করে বসেছেন তিনি।
 
লেওনার্ডের ওই মন্তব্যের পরই বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে। খেলার জগতে আধিপত্যে ঘা পড়াতেই কি মার্কিন যুক্তরাষ্ট্র ডোপিংয়ের অভিযোগ তুলছেন? সেই সব প্রশ্ন আর তা ঘিরে মন্তব্যেই এখন ভরে উঠছে ফেসবুক টুইটারের দেওয়াল। পাশাপাশি রয়েছে পুরুষদের রেকর্ড ভাঙা সুপার গার্লকে নিয়ে পুরুষ বনাম মহিলা লড়াইয়ের পুরনো বিতর্কটাও। আর এসব নিয়েই চিন বনাম আমেরিকা ঠান্ডা লড়াইয়ে পরিস্থিতি লন্ডন অলিম্পিককে ঘিরে।
 

.