'আমার যৌন কেলেঙ্কারির গোপন তথ্য জানাব, চাই ২ কোটি': গেইল
অস্ট্রেলীয় মিডিয়া ফায়ারফ্যাক্সের করা মানহানি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণিত করে বৃহস্পতিবার মুক্ত হন তিনি। জয়ের পরই বিস্ফোরক টুইট গেইলের। তিনি টুইটে জানান, যৌন কেলেঙ্কারির এক্সক্লুসিভ তথ্য নিলাম করতে চান। নিলামের ডাক শুরু হবে ন্যূনতম ৩০০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা) থেকে।
নিজস্ব প্রতিবেদন: বাইশ গজে হামেশাই জয় ছিনিয়ে এনেছেন। কিন্তু কোর্টরুম থেকেও 'জয়' ছিনিয়ে আনলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস্টোফার হেনরি গেইল। অস্ট্রেলীয় মিডিয়া ফায়ারফ্যাক্সের করা মানহানি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণিত করে বৃহস্পতিবার মুক্ত হন তিনি। জয়ের পরই বিস্ফোরক টুইট গেইলের। তিনি টুইটে জানান, যৌন কেলেঙ্কারির এক্সক্লুসিভ তথ্য নিলাম করতে চান। নিলামের ডাক শুরু হবে ন্যূনতম ৩০০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা) থেকে।
আরও পড়ুন- বাবা হলেন রোনাল্ডো, প্রেমিকা জিওর্জিনা জন্ম দিলেন কন্যা সন্তান
গেইলের বিরুদ্ধে অভিযোগ ছিল, এক ম্যাসেজ থারাপিস্টের সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি। অস্ট্রেলীয় সংবাদমাধ্যামের নির্দিষ্ট অভিযোগ, ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন থেরাপিস্ট লিয়েনে রাসেলকে নিজের যৌনাঙ্গ দেখান গেইল এবং কটূক্তি করে বলেন, "তুমি কী এটাই (যৌনাঙ্গ) খুঁজছিলে?" সিডনির ওভালের এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। অস্ট্রেলিয়ার সমস্ত সংবাদমাধ্যম গেইলের বিরুদ্ধে খড়্গহস্ত হয়, এমনকি গোটা বিষয়টাই পৌঁছয় কোর্টরুমে। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফায়ারফ্যাক্সের বিরুদ্ধে জয় পান গেইল। মানহানি মামলায় অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট গেইলের পক্ষেই রায় ঘোষণা করে। আর জয় পেয়েই অস্ট্রেলীয় মিডিয়ার বিরুদ্ধে নিজস্ব ভঙ্গিতে তোপ দাগেন এই ৩৮ বছর বয়সী ক্রিকেট তারকা।
আরও পড়ুন- সম্রাট পেলের উত্তরসুরি যুবরাজ মেসি পেলেন 'টেলস্টার'!
কোর্টরুম থেকে বেরিয়েই সাংবাদিকদের গেইল বলেন,"আমি একজন ভাল মানুষ। আমি নির্দোষ।" গেইলের দাবি, কোর্টরুমে চলা মামলার সওয়াল-জবাব ছিল, "সিনেমার মত"। এরপরই টুইটে তাঁর ঘোষণা, "আমার আরও অনেক কিছু বলার আছে। এটা এক ঘণ্টার একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার হতে পারে। অথবা এই নেপথ্য কাহিনি জানতে আমার বই প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।" গেইল তাঁর ৪০ লক্ষ টুইট-অনুরাগীর কাছে বলেন,"কোর্টরুমে প্রতিদিন কী ঘটেছে, আমি সবটা বলব। বিশ্বাস করুন, এটা একটা সিনেমার মতো মনে হবে। এই এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার জন্য ৩০০ হাজার মার্কিন ডলার থেকে নিলাম শুরু হবে। অনেক কিছু বলার আছে এবং আমি বলব।"
I have a very interested successful story to tell!! It can be an exclusive 60mins interview or y’all just have to wait on my next book! It’s about what transpired in court and behind the scenes in Australia, how they went to bigger heads to get me ban...
— Chris Gayle (@henrygayle) November 9, 2017
How they want to use me as a scapegoat over a interview-I’ll tell you what I do every day after court, believe me, when I break this down to y’all it will be like a movie! No holding back! Biding starts at US$ 300K for this interview! So much to say & I will!
— Chris Gayle (@henrygayle) November 9, 2017
Even what transpired in the mediation couple weeks before court...they take me lightly but I never scared of the media! I was ready to fight until my last breath! Who ready for my story just let me know..you will have to visit Jamaica for this interview!
— Chris Gayle (@henrygayle) November 9, 2017