বাংলাদেশের প্রাক্তন বোলিং কোচ এবার ক্যারিবিয়ান ক্রিকেটে বিরাট দায়িত্বে

সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 2, 2020, 01:35 PM IST
বাংলাদেশের প্রাক্তন বোলিং কোচ এবার ক্যারিবিয়ান ক্রিকেটে বিরাট দায়িত্বে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন :  বাংলাদেশের বোলিং কোচ হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজে ফিরে যান কোর্টনি ওয়ালশ। গত বছর নভেম্বরে ভারতের বিরুদ্ধে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের সহকারি কোচ হিসেবে কাজ করেছিলেন।  ২০২০ সালে ফেব্রুয়ারি-মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন একই দায়িত্বে। এবার ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।

 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের শেষ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন ওয়ালশ। সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। কঠিন সময়ে দলের হেড কোচের দায়িত্ব নিয়ে ওয়ালশ জানান, "আমি সব সময় চেয়েছি যে কোনওভাবেই হোক ওয়েস্ট ইন্ডিস ক্রিকেটের উন্নতিতে সাহায্য করব। এবং নিজের অবদান রাখব। আমার অভিজ্ঞতা দিয়েই দলে নতুন সংস্কৃতি গড়ে তুলব।"

আরও পড়ুন - IPL 2020: জুটিতে লুটি; বিরাট কোহলির পোস্টে মন ছুঁয়ে গেল নেটিজেনদের

.