২০১৫ তে যে ৫ তারকা ক্রিকেটার বিদায় নিলেন

Updated By: Dec 17, 2015, 06:07 PM IST
২০১৫ তে যে ৫ তারকা ক্রিকেটার বিদায় নিলেন

ওয়েব ডেস্ক: ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ৫ ক্রিকেটার। ক্রিকেটের ব্যাট-বলের যুদ্ধ হয়তো থেমে থাকবে না, তাঁদের জন্য। কিন্তু ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই তাঁদের মিস করবেন খুব। এক নজরে দেখে নিন, কোন ৫ ক্রিকেটার ২০১৫-তেই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে।

১) বীরেন্দ্র সেওয়াগ - প্রায় আড়াই বছর নির্বাচকরা তাঁকে ভারতীয় দলে ডাকেননি। অথচ, আইপিএলে যখনই সুযোগ পেয়েছেন, তখনই বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি মোটেই ফুরিয়ে যাননি। কিন্তু শেষ পর্যন্ত বোধহয় হতাশ হয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন চিরকালের মতো। বিস্তারিত পড়ুন
 

২) ইউনিস খান - পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে চিরকাল থাকবে তাঁর নাম। পাকিস্তানের জার্সি গায়ে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি রানের মালিকও তিনি। সেই ইউনিসও বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। তবে টি-২০ এবং একদিনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন তিনি। টেস্ট এখনও কিছুদিন খেলবেন। বিস্তারিত পড়ুন

৩) মাইকেল ক্লার্ক - অস্ট্রেলিয়ার ক্রিকেটকে তিনি কাঁধে করে বয়ে নিয়ে গিয়েছেন। তাও কার আমলের পর?রিকি পন্টিংয়ের! অ্যালান বর্ডার, মার্ক টেলর, স্টিভ ওয়া, রিকি পন্টিংয়ের পর! রিকি পন্টিং তো অস্ট্রেলিয়ার সফলতম ক্রিকেট অধিনায়ক। তাঁর জুতোয় পা গলিয়ে ক্লার্ক দিব্যি চালিয়ে নিয়ে গেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটকে। সেই তিনিও শেষটায় বিষণ্ণ মনেই বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বিস্তারিত পড়ুন

৪) মিচেল জনসন - অস্ট্রেলিয়ার বোলিংকে বেশ কয়েক বছর নেতৃত্ব দিয়েছেন। গ্লেন ম্যাকগ্রার অবসরের পরও অসি পেস বোলিংয়ের ধার একটুও কমতে দেননি। ক্রিকেটের রাউডি রাঠোর বলা হত তাঁকে। কিন্তু পেলেন কাঁধে চোট। হঠাত্‍ই বিদায় জানালেন ক্রিকেটকে। বিস্তারিত পড়ুন

৫) কুমার সঙ্গাকারা - শ্রীলঙ্কার ক্রিকেটে এসেছিলেন অর্জুন রণতুঙ্গা, সনত্‍ জয়সূর্য, অরবিন্দ ডি সিলভা। কিন্তু দ্বীপরাষ্ট্রের ক্রিকেটের ডন ব্র্যাডম্যান বলা হত তাঁকেই। তিনি খেলছেন মানে শ্রীলঙ্কা যেকোনও পরিস্থিততে জিততে পারে। কিন্তু মানুষ তো! তাই থামলেন কুমারও। তবে, রয়ে গেলেন মানুষের কাছে চিরকুমার ক্রিকেটার হিসেবেই। বিস্তারিত পড়ুন

 

.