Dwayne Bravo: ধোনির দলে যোগ দেওয়ার আগে বিশ্বরেকর্ড ব্র্যাভোর
ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো বাইশ গজে এক অনন্য় নজির গড়ে ফেললেন।
![Dwayne Bravo: ধোনির দলে যোগ দেওয়ার আগে বিশ্বরেকর্ড ব্র্যাভোর Dwayne Bravo: ধোনির দলে যোগ দেওয়ার আগে বিশ্বরেকর্ড ব্র্যাভোর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/16/345708-djb.jpg)
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো বাইশ গজে এক অনন্য় নজির গড়ে ফেললেন। স্বদেশীয় সতীর্থ কায়রন পোলার্ডের ( Kieron Pollard পর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্য়াচ খেলার অনন্য কীর্তি গড়লেন। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (Carribean Premier League) ফাইনালে এই মাইলস্টোন স্থাপন করেছেন ৩৭ বছরের ব্র্যাভো।
বূুধবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস (St Kitts and Nevis Patriots) সিপিএল ফাইনালে সেন্ট লুসিয়া কিংসকে শেষ বলের থ্রিলারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সেন্ট কিটসের ক্যাপ্টেন ব্র্যাভো। এই ম্যাচেই ব্র্যাভো রেকর্ড করেছেন। ব্র্যাভো এবার সংযুক্ত আরব আমিরশাহী উড়ে যাবেন। তিনি আইপিএলের দ্বিতীয় পর্বে খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
আরও পড়ুন: Neeraj Chopra: রকেটের বেগে এগিয়েছেন নীরজ! সোশ্যাল মিডিয়ায় মূল্যায়ন ৪২৮ কোটি টাকা
আগামী ১৯ সেপ্টেম্বর সিএসকে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে। ব্র্যাভো টি-২০ বিশ্বকাপের আগে চেন্নাইয়ের হয়ে খেলেই নিজেকে ঝালিয়ে নিতে চাইবেন। কুড়ি ওভারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ ওয়ানে রয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। আগামী ২৩ অক্টোবর ব্র্যাভোর উইন্ডিজ প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)