ইউএস ওপেনে সহজ জয় অ্যাজারাঙ্কা, রড্রিক
বিশ্বের এক নং মহিলা তারকা ভিক্টোরিয়া অ্যাজারাঙ্কা চিনের জি ঝেঙ্ক্কে ৬-০, ৬-১ হারিয়ে ইউএসএ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন। টুর্নামেন্টের ২৮ নং বাছাই ঝেঙ্ক্ কার্যত দাঁড়াতেই পারলেন না এই বেলারুশিয়ানের কাছে। চিনা তারকার করা ১০টি আনফোর্সড এররের সৌজন্যে মাত্র ২৫ মিনিটে একটিও গেম না হারিয়ে প্রথম সেটটি জিতে যান অ্যাজারাঙ্কা। দ্বিতীয় সেটেও প্রথমেই ৩-০ এগিয়ে যান তিনি। এরপর ঝেঙ্ক স্কোরবোর্ড ৩-১ করলেও, বাকি তিনটে গেম জিতে ম্যাচ পকেটস্থ করতে বিন্দুমাত্র বেগ পেতে হয়েনি অ্যাজারাঙ্কাকে। পরের রাউন্ডে অ্যাজারাঙ্কা মুখমুখি হ`তে চলেছেন জর্জিয়ার অ্যানা তাতিশভিলির। অন্যদিকে এই টুর্নামেন্টের ২বারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস্ ৩ ঘণ্টার ম্যারাথন ম্যাচের শেষে ষষ্ঠ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক করবারের কাছে ৬-২,৫-৭,৭-৫ হেরে এবারের মতন বিদায় জানালেন ইউএসএ ওপেন কে।
বিশ্বের এক নং মহিলা তারকা ভিক্টোরিয়া অ্যাজারাঙ্কা চিনের জি ঝেঙ্ক্কে ৬-০, ৬-১ হারিয়ে ইউএসএ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন। টুর্নামেন্টের ২৮ নং বাছাই ঝেঙ্ক্ কার্যত দাঁড়াতেই পারলেন না এই বেলারুশিয়ানের কাছে। চিনা তারকার করা ১০টি আনফোর্সড এররের সৌজন্যে মাত্র ২৫ মিনিটে একটিও গেম না হারিয়ে প্রথম সেটটি জিতে যান অ্যাজারাঙ্কা। দ্বিতীয় সেটেও প্রথমেই ৩-০ এগিয়ে যান তিনি। এরপর ঝেঙ্ক স্কোরবোর্ড ৩-১ করলেও, বাকি তিনটে গেম জিতে ম্যাচ পকেটস্থ করতে বিন্দুমাত্র বেগ পেতে হয়েনি অ্যাজারাঙ্কাকে। পরের রাউন্ডে অ্যাজারাঙ্কা মুখমুখি হ`তে চলেছেন জর্জিয়ার অ্যানা তাতিশভিলির।
অন্যদিকে এই টুর্নামেন্টের ২বারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস্ ৩ ঘণ্টার ম্যারাথন ম্যাচের শেষে ষষ্ঠ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক করবারের কাছে ৬-২,৫-৭,৭-৫ হেরে এবারের মতন বিদায় জানালেন ইউএসএ ওপেন কে।
এবারের ইউএস ওপেনের পরেই টেনিস কে বিদায় জানানোর ঘোষনার পরের দিনই আর্থার অ্যাশ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান টিনেজার বার্নাড টমিককে ৬-৩,৬-৪,৬-০ উড়িয়ে দিয়ে পুরুষদের সিঙ্গেলসে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন অ্যান্ড্রি রড্রিক। বৃহস্পতিবার ৩০ বছরে পা দেওয়া রড্রিক ২০০৩ এর ইউএস ওপেন বিজয়ী। এবারের ইউএস ওপেনে ২০নং বাছাই তিনি। বেশ কিছুদিন ধরেই খারাপ ফর্ম আর চোট আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন রড্রিক। নিজের দেশে ইউএস ওপেনেকেই তাই অবসর গ্রহণের মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন তিনি।
জার্মানির বর্ন ফাউকে ৬-২,৬-৩,৬-৩ হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন ফেডেরার। বিশ্বের ৮৩নং কে হারাতে সময় নিয়েছেন মাত্র ৯০ মিনিৎ। সহজ জয় পেয়ে পুরুষদের সিঙ্গেলসে প্রত্যাসিত ভাবেই তৃতীয় রাউন্দে উঠলেন জকোভিক আর দেল পোত্রে।