ইডেনে সচিনের শেষ টেস্টে মাস্টার ব্লাস্টারের পছন্দের পিচের জন্য উত্তরবঙ্গ থেকে আসছে লাল মাটি
ইডেন টেস্টে সচিন তেন্ডুলকরের পছন্দের পিচ তৈরি করছে সিএবি। পিচ কিউরেটরকেও তেমনই নির্দেশ দিয়েছেন সিএবির শীর্ষ কর্তারা। পিচ তৈরির জন্য উত্তরবঙ্গ থেকে আনা হচ্ছে লাল মাটি।
ইডেন টেস্টে সচিন তেন্ডুলকরের পছন্দের পিচ তৈরি করছে সিএবি। পিচ কিউরেটরকেও তেমনই নির্দেশ দিয়েছেন সিএবির শীর্ষ কর্তারা। পিচ তৈরির জন্য উত্তরবঙ্গ থেকে আনা হচ্ছে লাল মাটি।
ইডেনে সচিনের শেষ টেস্টের জন্য বিশেষ পিচ বানাচ্ছে সিএবি। ২০০২ সালে সচিন তেন্ডুলকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭৬ রান করেছিলেন যে পিচে সেই পিচেই হবে সচিনের ১৯৯ তম টেস্ট। কিউরেটর প্রবীর মুখার্জিকে একেবারে পাটা পিচ তৈরির নির্দেশ দিয়েছেন সিএবি কর্তারা।
টেস্টের ফলাফলকে গুরুত্ব দিতে রাজি নয় সিএবি। শুধু সচিন ব্যাটে বড় রান করুন এটাই চান তাঁরা। তার জন্য যা যা করা দরকার তাই করতে কোমর বেঁধে নেমে পড়েছে সিএবি। পিচ কিউরেটর প্রবীর মুখার্জিও এবার কোনও বিতর্কে যেতে রাজি নন। তিনিও পাটা পিচ তৈরি করার কাজ বুধবার সকাল থেকেই শুরু করে দিয়েছেন।