ENG vs IND: একদিনের সিরিজে থাকলেও, টি-টোয়েন্টিতে বিশ্রামে বেন স্টোকস
অইন মর্গ্যান অবসর নেওয়ার পর সীমিত ওভারের অধিনায়ক হয়েছেন জস বাটলার। তিনি অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটাবেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ জুলাই থেকে। তার পর ১২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের এক দিনের সিরিজ।
নিজস্ব প্রতিবেদন: লাগাতার খেলার মধ্যে রয়েছেন। তাই টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। এমনকি জনি বেয়ারস্টোও (Jonny Bairstow) টি-টোয়েন্টিতে খেলবেন না। তবে একদিনের সিরিজে খেলবেন এই দুই তারকা।
অইন মর্গ্যান (Eoin Morgan) অবসর নেওয়ার পর সীমিত ওভারের অধিনায়ক হয়েছেন জস বাটলার (Jos Buttler)। তিনি অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটাবেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ জুলাই থেকে। তার পর ১২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের এক দিনের সিরিজ।
England Cricket (@englandcricket) July 1, 2022
England Cricket (@englandcricket) July 1, 2022
ইংল্যান্ডের ১৫ সদস্যের একদিনের দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো (উইকেট কিপার), হ্যারি ব্রুক, ব্রিডন ক্রেজ, সাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ক্রেগ ওভারটন, ম্যাট পার্সিনসন, জো রুট, জেসন রয়, ফিল সাল্ট, বেন স্টোকস, রিসি টপলে এবং ডেভিড উইলি।
ইংল্যান্ডের ১৪ সদস্যের টি-টোয়েন্টি দল: জস বাটলার (উইকেট কিপার), মঈন আলি, হ্যারি ব্রুক, সাম কুরান, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডাউইড মালান, টিমাল মিল্স, ম্যাট পার্সিনসন, জেসন রয়, ফিল সাল্ট, রিসি টপলে এবং ডেভিড উইলি।
আরও পড়ুন: Mahendra Singh Dhoni: গ্রামের অখ্যাত বৈদ্যের কাছে কত টাকায় চিকিৎসা করান 'ক্যাপ্টেন কুল'? জানতে পড়ুন
আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: মাত্র ১১! অখ্যাত ম্যাথু পটসের বলে আউট 'কিং কোহলি'