IPL: 'আইপিএলের এর চেয়ে অনেক কঠিন ঢাকা প্রিমিয়র লিগ'! বক্তা ভারতের স্টার অলরাউন্ডার...
Dhaka League is tougher Than IPL: 'আইপিএলের এর চেয়ে অনেক কঠিন ঢাকা প্রিমিয়র লিগ'!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীরের স্পিন-বোলিং অলরাউন্ডার পারভেজ রসুল (Parvez Rasool) এক পডকাস্টে বিস্ফোরক বিবৃতি দিয়েছেন। আর তারপরেই বিতর্কের ঝড় উঠেছে। তিনি বলেছেন, বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগ (DPL) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চেয়েও কঠিন! আইপিএল বিশ্বের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ, তার সঙ্গে বাংলাদেশি লিগের তুলনাই চলে না, তাহলে কেন এই কথা বললেন সানরাইজার্স হায়দরাবাদ (SRH), পুনে ওয়ারিয়র্স (বিলুপ্ত) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে আইপিএল খেলা ক্রিকেটার।
আরও পড়ুন: রাজকোটে ইতিহাস লিখলেন স্মৃতি মন্ধানা! ভারতের দ্রুততম মহিলা হিসেবে করলেন...
রসুল সেই পডকাস্টে বলেন, 'দেখুন, আমি ৫ বছর বাংলাদেশে ঢাকা প্রিমিয়র লিগ খেলেছি, আমার বিচারে আইপিএলের এর চেয়ে অনেক কঠিন ঢাকার লিগ। আমি কিন্তু আইপিএলও খেলেছি আবার ঢাকা লিগও খেলেছি। আমি এবার আপনাকে বুঝিয়ে বলছি, কেন আমি বললাম, আইপিএলের এর চেয়ে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন? আইপিএলে আপনি চুক্তিবদ্ধ হন, আপনি নির্বাচিত হওয়ার পর খেলবেন বা খেলবেন না, আলাদা বিষয়, কিন্তু আপনি চুক্তির ভিতরেই থাকবেন। আপনার দলের উপর নির্ভর করছে সব, আপনি ভালো না খেললে এক বা দুই ম্যাচের পর বসিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি দলের সঙ্গেই থাকবেন। কিন্তু ঢাকা প্রিমিয়র লিগে প্রচুর চাপ। কারণ সেখানে মাত্র দুই ম্যাচের ভিত্তিতে চুক্তি করা হয়। সেই দুই ম্যাচে ভালো করলে ভালো, আপনি পরের ম্যাচ খেলার সুযোগ পাবেন, তবে তৃতীয় ম্যাচে ব্যর্থ হলে ফেরার টিকিট হাতে ধরিয়ে দেওয়া হবে। আমি কোনও নাম নেব না। এরকম বেশ কিছু বড় প্লেয়ারের সঙ্গে ঢাকা প্রিমিয়ল লিগে এই জিনিস ঘটেছে। ২-৩ ম্যাচ দেখে তাদের ফেরত পাঠানো হয়েছে।'
দেশের জার্সিতে রসুলের কেরিয়ার ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত। ৩৫ বছরের কাশ্মীরি অলরাউন্ডারকে একসময়ে খুবই প্রতিভাবান বলে মনে করা হচ্ছিল, রসুল ভারতের হয়ে একটি মাত্র পঞ্চাশ ওভারের ম্যাচ ও একটি মাত্র কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন। গতবছর পর্যন্ত রসুল লিস্ট এ ক্রিকেট খেলেছেন।
আরও পড়ুন: চাহাল-ধনশ্রীর ডিভোর্স, ভাঙনের ময়নাতদন্তে সন্দেহভাজন ২! ছবি-সহ চাঞ্চল্যকর রিপোর্ট
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)