Smriti Mandhana: রাজকোটে ইতিহাস লিখলেন স্মৃতি মন্ধানা! ভারতের দ্রুততম মহিলা হিসেবে করলেন...
Smriti Mandhana: রাজকোটে ইতিহাস লিখলেন স্মৃতি মন্ধানা, ভারতের দ্রুততম মহিলা হিসেবে মাইলস্টোন তৈরি করলেন তিনি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়ারল্যান্ডের মেয়েরা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে এসেছে ভারতে (Ireland Women tour of India 2024-25)। শুক্রবার রাজকোটে হয়ে গেল সিরিজের প্রথম ওডিআই। গাবি লুইসদের হেলায় ৬ উইকেটে হারিয়ে স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) টিম ইন্ডিয়া সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। আর এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ইতিহাস লিখলেন স্মৃতি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ভারতীয় মহিলা হিসেবে মাইলস্টোন তৈরি করলেন তারকা ক্রিকেটার।
আরও পড়ুন: 'উনি কেন স্ত্রীর দিকে তাকাবেন না'? সুব্রহ্মণ্যমকে আগুনে স্ম্যাশ জ্বালা গুট্টার...
এদিন টস জিতে আইরিশরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান তুলেছিল। আয়ারল্যান্ডের দলনেত্রী লুইস ওপেন করতে নেমে ১২৯ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। ছয়ে নেমে লি পল ৭৩ বলে ৫৯ রান করেছিলেন। এই দুই ব্যাটারের সুবাদে আয়ারল্যান্ড এই রান তুলতে সক্ষম হয়েছিল। তাঁরা ছাড়া আটে নামা আরলেন কেলি ২০-র গণ্ডি টপকাতে পেরেছিলেন, বাকিদের রান বলার মতো নয়। জবাবে ভারত ৩৫ ওভারের ভিতরেই জয়ের রান তুলে নেন। স্মৃতি ওপেন করতে নেমেছিলেন প্রতীকা রাওয়াল ওপেন করতে নেমেছিলেন। স্মৃতি ২৯ বলে ৪১ রান করেছেন। ম্যাচের সেরা প্রতীকা করেন ৯৬ বলে ৮৯ রান। তিনে নেমে হরলিন দেওল (২০), চারে নেমে জেমিমা রডরিগেজ (৯) দ্রুত ফিরে যান। পাঁচে নেমে তেজাল হাসাবনিস ৪৬ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন: 'প্লাস্টারের কাজই শেষ হল না'! ৪১ দিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি, আদৌ পাকিস্তানে হবে তো?
স্মৃতি কেরিয়ারের ৯৫ নম্বর ওডিআই ম্যাচে এসেই করে ফেললেন ৪০০০ রান। ১০০-রও কম ইনিংসে এই নজির গড়লেন স্মৃতি। ভারতের দ্রুততম মহিলা হিসেবে এই ঐতিহাসিক রেকর্ড গড়লেন তিনি। সার্বিক ভাবে তৃতীয় দ্রুততম হিসেবে এই মাইলস্টোন তৈরি করলেন স্মৃতি। বিশ্বের ১৫ নম্বর মহিলা ক্রিকেটার হিসেবে স্মৃতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রান করলেন। মিতালি রাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখালেন স্মৃতি। চলতি আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপে ভারত-আয়ারল্যান্ড দ্বিতীয় ওডিআই হবে ১২ জানুয়ারি। তৃতীয় ও শেষ ওডিআই ১৫ জানুয়ারি। সব ম্যাচই রাজকোটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)