Jwala Gutta-L&T Chairman: 'উনি কেন স্ত্রীর দিকে তাকাবেন না'? সুব্রহ্মণ্যমকে আগুনে স্ম্যাশ জ্বালা গুট্টার...
Jwala Gutta-L&T Chairman: 'ওয়ার্ক-লাইফ ব্যালান্স' নিয়ে বেফাঁস কথা বলেছেন এসএন সুব্রহ্মণ্যম, এবার তাঁকে ধুয়ে দিলেন জ্বালা গুট্টা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ওয়ার্ক-লাইফ ব্যালান্স' ওরফে কর্মজীবনের ভারসাম্য নিয়ে এই মুহূর্তে প্রচুর চর্চা চলছে দেশে। সম্প্রতি এই বিষয়ে চমকে দেওয়া প্রতিক্রিয়া দিয়ে নেটপাড়ায় চরম কটাক্ষের শিকার হচ্ছেন এল অ্যান্ড টি-র চেয়ারম্যান (L&T Chairman) এসএন সুব্রহ্মণ্যম (SN Subramanyan)। তিনি জানিয়েছেন যে, কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা উচিত, ওদিকে আবার সুব্রহ্মণ্যমের সুরেই গলা মিলিয়ে ইনফোসিসের (Infosys) সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিও (Narayana Murthy)। তাঁর সংযোজন, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করলে এই দেশ আরও ভালো হবে।
আরও পড়ুন: 'কতক্ষণ বউয়ের দিকে তাকাবেন?' ৯০ ঘণ্টা কাজ করুন! মুখ খুলেই বিতর্কে এলঅ্যান্ডটি কর্তা
সুব্রহ্মণ্যমের কাজ নিয়ে কথা বললে হয়তো এত বেশি হইচই হত না, তবে তিনি একেবারে মানুষের দাম্পত্য জীবনে ঢুকে পড়েছেন। তিনি বলেছেন, 'রবিবারে তোমাদের কাজ করাতে পারি না বলে আমি দুঃখিত। যদি আমি তোমাদের রবিবার কাজ করাতে পারতাম, তাহলে আমি আরও খুশি হতাম কারণ আমি নিজে রবিবারে কাজ করি।' এখানেই শেষ নয়, সুব্রহ্মণ্যম জুড়েছেন, 'রবিবার আপনি বাড়িতে বসে কী বা করেন? কতক্ষণই বা আর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকা যায়? চলুন, অফিসে গিয়ে কাজ শুরু করুন।'
এবার সুব্রহ্মণ্যমকে কার্যত শাটল ককের মতো স্ম্যাশ করলেন জ্বালা গুট্টা। দেশের ব্যাডমিন্টন তারকা বলেন এক্সে জ্বালাময়ী প্রতিক্রিয়া দিলেন। তিনি লেখেন, 'প্রথমত উনি কেন স্ত্রীর দিকে তাকাবেন না, আর কেনই শুধু রবিবার? দেখে সত্যিই খারাপ লাগে, যে এরকম শিক্ষিত মানুষরা, এত বড় প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েও, কী করে মাঝেমধ্যে এরকম অবিশ্বাস্য কথাবার্তা বলেন! এরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলে না, বাকিটা ইতিহাস। প্রকাশ্যে এরকম নারীবিদ্বেষী মন্তব্য করছেন! এটি অত্যন্ত উদ্বেগজনক।' বলি সুপারস্টার দীপিকা পাড়ুকোনও ধুয়ে দিয়েছেন সুব্রহ্মণ্যমকে।
আরও পড়ুন: চাহালের জীবনে রহস্যময়ীর নিঃশ্বাস! আগুন জ্বালালেন কে? 1.4M ফলোয়ার্স দেশের প্রথম...