আই-লিগে গোল-সংখ্যাতেও পুরোভাগে বিদেশিরা

এবারের আই লিগেও বিদেশি স্ট্রাইকারদের দাপট অব্যাহত। আই লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয়।

Updated By: May 7, 2012, 10:44 PM IST

এবারের আই লিগেও বিদেশি স্ট্রাইকারদের দাপট অব্যাহত। আই লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয়।
গতবারের মত এবারও সবথেকে বেশি গোল র‌্যান্টি মার্টিনস। বত্রিশ গোল করেছেন নাইেজরীয় গোলমেশিন। র‌্যান্টির পরই আছেন মোহনবাগানের ওকেলি ওডাফা। সবুজ-মেরুন জার্সিতে প্রথম বছরেই ২৬টি গোল করেছেন কিং কোবরা। আই লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে আছেন ইস্টবেঙ্গলের টোলগে ওজবে। এবারের আই লিগে ১৮টি গোল করেছেন তিনি। ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন পৈলান অ্যারোজের সাবেথ। ন`টি গোল করেছেন তরুণ এই স্ট্রাইকার।
উল্লেখযোগ্যভাবে, সর্বোচ্চ গোল করেছেন এমন ভারতীয়দের তালিকায় প্রথম দশের মধ্যেই নেই জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নাম।

.