এক নজরে ফর্মুলা ওয়ান
ধুমধাম করে হয়ে গেল ভারতে ফর্মুলা ওয়ানের দ্বিতীয় আসরটা। বিশ্বের সবচেয়ে দ্রুততম এই লড়াই নিশ্চয় টিভিতে দেখলেন। অন্তত একটা দিন ধোনি, কোহলিদের দূরে সরিয়ে রেখে আমাদের ঘরের ছেল হয়ে উঠল ভেটেল, আলান্সোরা। আসুন এবার একনজরে দেখে নেওয়া যাক ফর্মুলা ওয়ান সংসারের হাল হকিকত।
ধুমধাম করে হয়ে গেল ভারতে ফর্মুলা ওয়ানের দ্বিতীয় আসরটা। বিশ্বের সবচেয়ে দ্রুততম এই লড়াই নিশ্চয় টিভিতে দেখলেন। অন্তত একটা দিন ধোনি, কোহলিদের দূরে সরিয়ে রেখে আমাদের ঘরের ছেল হয়ে উঠল ভেটেল, আলান্সোরা। আসুন এবার একনজরে দেখে নেওয়া যাক ফর্মুলা ওয়ান সংসারের হাল হকিকত।
এক নজরে ইন্ডিয়ান জিপি ২০১২ ফলাফল (প্রথম আট):
১) সেবাস্তিয়ান ভেটেল, ২) ফার্নান্দো আলান্সো, ৩) মার্ক ওয়েবার, ৪) লুইস হ্যামিলটন, ৫) জেনসন বাটন, ৬) ফিলিপে মাসা, ৭) কিমি রাইকোনেন, ৮) নিকো হুলকেনবার্গ।
প্রথম পাঁচ দল
রেড বুল (৪০৭ পয়েন্ট), ফেরারি (৩১৬ পয়েন্ট), ম্যাকলারেন (৩০৬ পয়েন্ট), লোটাস এফওয়ান (২৬৩ পয়েন্ট), মার্সিডিজ এএমজি (১৩৬ পয়েন্ট)।
মরসুমের হিসাব
প্রথম পাঁচ ড্রাইভার--
সেবাস্তিয়ান ভেটেল (রেড বুল) (২৪০ পয়েন্ট)
ফার্নান্দো আলান্সো (ফেরারি) (২২৭ পয়েন্ট)
কিমি রাইকোনেন (লোটাস এফওয়ান) (১৭৩ পয়েন্ট)
মার্ক ওয়েবার (রেড বুল) (১৬৭ পয়েন্ট)
লুইস হ্যামিলটন (ম্যাকলারেন) (১৬৫ পয়েন্ট)।
প্রথম পাঁচ দল
রেড বুল (৪০৭ পয়েন্ট), ফেরারি (৩১৬ পয়েন্ট), ম্যাকলারেন (৩০৬ পয়েন্ট), লোটাস এফওয়ান (২৬৩ পয়েন্ট), মার্সিডিজ এএমজি (১৩৬পয়েন্ট)। ফোর্স ইন্ডিয়া সাত নম্বরে