শুক্রবার রাতে ইউরোর প্রথম ম্যাচেই নামছে আয়োজক দেশ ফ্রান্স
শুক্রবার রাতে ইউরোর প্রথম ম্যাচেই নামছে আয়োজক দেশ ফ্রান্স। ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হিসেবে প্রতিযোগিতা শুরু করছে দিদিয়ে দেশঁর দল। পোগবা, গ্রেজম্যানদের সামনে রোমানিয়া। শেষ দশটি ম্যাচের মধ্যে নটিতে জিতেছে লে ব্লুজরা। একমাত্র বেনজেমাকে নিয়ে বিতর্ক বাদ দিলে ফ্রান্স শিবিরে ফিল গুড মেজাজ। গ্রেজম্যান,জেরুড,মার্শিয়াল,পায়েতদের নিয়ে গড়া ফরাসি দলের ফরওয়ার্ড লাইনও ইউরোপে অন্যতম সেরা। তারওপর মাঝমাঠে এই মূহুর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার পল পোগবার উপস্থিতি ভরসা দিচ্ছে দেশঁ ব্রিগেডকে।
ওয়েব ডেস্ক: শুক্রবার রাতে ইউরোর প্রথম ম্যাচেই নামছে আয়োজক দেশ ফ্রান্স। ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হিসেবে প্রতিযোগিতা শুরু করছে দিদিয়ে দেশঁর দল। পোগবা, গ্রেজম্যানদের সামনে রোমানিয়া। শেষ দশটি ম্যাচের মধ্যে নটিতে জিতেছে লে ব্লুজরা। একমাত্র বেনজেমাকে নিয়ে বিতর্ক বাদ দিলে ফ্রান্স শিবিরে ফিল গুড মেজাজ। গ্রেজম্যান,জেরুড,মার্শিয়াল,পায়েতদের নিয়ে গড়া ফরাসি দলের ফরওয়ার্ড লাইনও ইউরোপে অন্যতম সেরা। তারওপর মাঝমাঠে এই মূহুর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার পল পোগবার উপস্থিতি ভরসা দিচ্ছে দেশঁ ব্রিগেডকে।
বিশেষজ্ঞদের মতে এবারের ফ্রান্স দলের আসল রিমোর্ট কন্ট্রোল থাকবে পোগবার হাতেই। উল্টোদিকে একঝাঁক অনভিজ্ঞ ফুটবলার নিয়ে ইউরোয় নামছে রোমানিয়া। সব মিলিয়ে আয়োজক দেশ হিসেবে চাপ থাকবে জিদানের দেশের ওপরই।