Wrestlers Protest At Jantar Mantar: বিচার চেয়ে অঝোরে কাঁদছেন সাক্ষীরা, কুস্তিগিরদের পাশে স্বরা থেকে সানিয়া

From Sports to Entertaintment person supporting Wrestlers Protest At Jantar Mantar: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন ক্রীড়া থেকে বিনোদন জগতের মুখরা। স্বরা ভাস্কর থেকে সানিয়া মির্জা, কপিল দেব থেকে নীরজ চোপড়া সকলেই এবার আওয়াজ তুলেছেন ন্যায়বিচারের জন্য।

Updated By: Apr 28, 2023, 03:30 PM IST
Wrestlers Protest At Jantar Mantar: বিচার চেয়ে অঝোরে কাঁদছেন সাক্ষীরা, কুস্তিগিরদের পাশে স্বরা থেকে সানিয়া
একের পর এক ট্যুইট আসছে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের রাজধানীতে বিরল দৃশ্য়। যাঁরা দেশকে বিশ্বমঞ্চে পদক এনে দেন, তাঁরাই আজ দেশের কাছে ন্যায়বিচার চাইছেন। তিন মাস পর ফের দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও সাক্ষী মালিকের (Sakshi Malik) মতো ভারতের (India) একাধিক নামী কুস্তিগিররা। তাঁদের দাবি একটাই। গ্রেফতার করতে হবে জাতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে। (Brij Bhushan Sharan)। ব্রিজ ভূষণের বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন দেশের একাধিক কুস্তিগিররা। তাঁদের মনে হচ্ছে যে, এই গুরুতর ইস্যুতে কেন্দ্র চোখে পট্টি বেঁধেছে। রাজধানীর রাস্তায় বসে ভিনেশ-সাক্ষীরা চোখের জল ফেলছেন। ক্রীড়াজগত থেকে বিনোদন দুনিয়ার মহারথীরা এবার ভিনেশ-সাক্ষীদের পাশে দাঁড়ালেন। 

আরও পড়ুন: Wrestlers Protest At Jantar Mantar: রাজধানীর রাস্তায় চোখে জল সাক্ষীদের! চ্যাম্পিয়নদের সমর্থনে ময়দানে 'অগ্নিকন্যা'

এক অপ্রাপ্তবয়স্ক সহ কুস্তিগীরদের পক্ষে ৩২ ধারার অধীনে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল ব্রিজ ভূষণের বিরুদ্ধে। দিল্লি পুলিশ কমিশনারকে ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আবেদন করা হয়েছিল। পিটিশনে অভিযোগ করা হয় যে, ডব্লিউএফআই সভাপতির বিরুদ্ধে এফআইআর নিবন্ধনের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত দেরি হয়েছে। এমনকি ব্রিজ ভূষণের বিরুদ্ধে শুধুই যৌন হেনস্থা নয়, পকসো (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনেও অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে যৌন হেনস্থা এবং মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ তুলে ব্রিজ ভূষণের শাস্তি এবং ভারতীয় কুস্তি সংস্থার প্রশাসনের পরিবর্তন দাবি জানিয়ে নতুন দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেন ভিনেশ-সাক্ষীর মতো দেশের প্রথম সারির কুস্তিগীররা। সেই অবস্থান বিক্ষোভে তাঁরা দাবি করেছিলেন, ফেডারেশন কর্তারা মহিলা কুস্তিগীরের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ করার জন্য ভিনেশ ফোগাটকে নাকি খুনের হুমকিও দিয়েছিলেন ব্রিজ ভূষণ!। সেই হুমকির জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার কথাও নাকি ভেবেছিলেন ভিনেশ। একাধিক কুস্তিগীরের প্রতিবাদের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক গত ২৩ জানুয়ারি মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছিল। পরে কুস্তিগীরদের দাবিতে এই কমিটিতে ববিতা ফোগাটকে ষষ্ঠ সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। এই কমিটিকে বলা হয়েছিল এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে। পরে আরও দুই সপ্তাহের সময়সীমা বাড়ানো হয়। সেই রিপোর্ট ব্রিজ ভূষণকে কাঠগড়ায় দাঁড় করায়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.