Rohit Sharma: রোহিতের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের উড়িয়ে দিলেন ভাজ্জি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পরাজয়ের পর থেকেই রোহিতকে নিয়ে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 10, 2023, 10:41 PM IST
Rohit Sharma: রোহিতের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের উড়িয়ে দিলেন ভাজ্জি
রোহিতের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের উড়িয়ে দিলেন ভাজ্জি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি বিশ্ব টেস্ট ফাইনাল (WTC Final 2023) থেকে শুরু করে এশিয়া কাপ (Asia Cup 2023)। সঙ্গে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC WT20 2022) ব্যর্থতা তো আছেই। ক্রিকেট পণ্ডিতরা টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে (Rohit Sharma) আর দেখতে রাজি নন। সুনীল গাভাসকরও (Sunil Gavaskar) রোহিতের নেতৃত্বে হতাশই হয়েছেন। এমন পরিস্থিতিতে হিটম্যানের পাশে দাঁড়াচ্ছেন হরভজন সিং (Harbhajan Singh)। 

রোহিতের পাশে দাঁড়িয়েছেন ভাজ্জি। তিনি বলেছেন, "রোহিতকে সমালোচনা করা হচ্ছে। ক্রিকেট দলগত খেলা। একা একজনের পক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভবই নয়। বাকিরা কী করছিল?"  

আরও পড়ুন: Eden Gardens, ICC ODI World Cup 2023: প্রতীক্ষার অবসান, এই দামেই পাবেন ইডেনের টিকিট! জানিয়ে দিল সিএবি

আরও পড়ুন: ICC ODI World Cup 2023, IND vs PAK: বাবর আজমদের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে নতুন কোন নাটক শুরু করল পাকিস্তান? জেনে নিন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পরাজয়ের পর থেকেই রোহিতকে নিয়ে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হরভজন যোগ করেছেন, "টেস্ট ফাইনালে টিম ইন্ডিয়া ভালো করতে পারেনি। সেই ফাইনাল নিয়ে আলোচনা চলতেই পারে। ওই হার থেকেও বেরিয়ে আসতে হবে। তবে একা রোহিতকে সমালোচনা করা ঠিক নয়। ও রান পাচ্ছে না, নেতৃত্ব ভালো দিতে পারেনি, এভাবে রোহিতের সমালোচনা করা উচিত নয়। আমার মতে, রোহিত শর্মা দুর্দান্ত অধিনায়ক।”

এই পরিস্থিতিতে রোহিতের উপরে আস্থা রাখা উচিত বলে মনে করেন হরভজন। তাঁর ফের প্রতিক্রিয়া, "আমি রোহিতের সঙ্গে খেলেছি। ওকে খুব কাছ থেকে দেখেছি। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম এবং ভারতীয় দলের সাজঘরে রোহিতকে শ্রদ্ধা করা হয়। ফলে সাম্প্রতিক ফলাফলের উপরে ভিত্তি করে রোহিতকে বিচার করাটা ঠিক হবে না। অধিনায়ক ও ব্যাটার হিসেবে রোহিত নিশ্চয়ই ভালো করবে। ওর উপরে বিশ্বাস রাখতে হবে। ভুলভ্রান্তি তুলে না ধরে রোহিতকে সমর্থন করা উচিত বলেই আমি মনে করি।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.