করোনা পরবর্তী ক্রিকেটকে সুরক্ষিত করতে কী কী পদক্ষেপ, জানালেন অনিল কুম্বলে

প্রথমতঃ বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেটারদের দীর্ঘদিনের এই অভ্যাসকে বদলাতে

Updated By: Jun 4, 2020, 07:31 PM IST
করোনা পরবর্তী ক্রিকেটকে সুরক্ষিত করতে কী কী পদক্ষেপ, জানালেন অনিল কুম্বলে

নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে ক্রিকেট চালু করার ক্ষেত্রে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দিকেই সবচেয়ে বেশি নজর দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। করোনা পরবর্তী ক্রিকেটকে সুরক্ষিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তার ব্লু প্রিন্টও তৈরি বলেই জানান কুম্বলে।

প্রথমতঃ বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেটারদের দীর্ঘদিনের এই অভ্যাসকে বদলাতে অন্তত এক মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক বলে মনে করেন অনিল কুম্বলে।

দ্বিতীয়তঃ ম্যাচে ব্যাট-বলের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পিচ পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান। এতে ক্রিকেটকে সুরক্ষিত ও আকর্ষনীয় করে তোলা সম্ভব।

তৃতীয়তঃ বায়ো সেফটি জোনে অনুশীলন এবং ম্যাচের কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ইংল্যান্ড দল এই পরিবেশে অনুশীলন শুরু করেছে।  

আরও পড়ুন - হাতির সঙ্গে এমন নৃশংসতা রাক্ষসরাই করতে পারে, প্রতিবাদে মুখর সুনীল ছেত্রী  

Tags:
.