২০১৯ বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধ ১৬ জুন
আগামী বছর ইংল্যান্ডে ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। এবার ১০ দলের বিশ্বকাপ
নিজস্ব প্রতিবেদন: দু'দেশের ক্রিকেট সম্পর্ক যে পথেই এগিয়ে চলুক না কেন ২০১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বহুচর্চিত ম্যাচের দিন ঠিক হয়ে গেল কলকাতায় আইসিসি-র বোর্ড মিটিংয়ে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে বিরাটের ভারত।
ICC Cricket World Cup 2019 schedule announced https://t.co/b7dDX8ndKs #cricket @icc pic.twitter.com/z5YNEW42ZK
— ICC Media (@ICCMediaComms) April 26, 2018
আগামী বছর ইংল্যান্ডে ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। এবার ১০ দলের বিশ্বকাপ। ১৯৯২ সালের পর এবারই বিশ্বকাপে দশটি দল নিজেদের মধ্যে লিগ পদ্ধতিতে খেলবে। প্রোটিয়াদের বিরুদ্ধে ২০১৯ সালে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ইন্দো-পাক মহারণ। একনজরে দেখে নেব ভারতের বিশ্বকাপ সূচি ...
দিন | প্রতিপক্ষ | ভেন্যু |
৫ জুন | দক্ষিণ আফ্রিকা | রোজ বোল |
৯ জুন | অস্ট্রেলিয়া | ওভাল |
১৩ জুন | নিউ জিল্যান্ড | ট্রেন্টব্রিজ |
১৬ জুন | পাকিস্তান | ওল্ড ট্র্যাফোর্ড |
২২ জুন | আফগানিস্তান | রোজ বোল |
২৭ জুন | ওয়েস্ট ইন্ডিজ | ওল্ড ট্র্যাফোর্ড |
৩০ জুন | ইংল্যান্ড | এজবাস্টন |
২ জুলাই | বাংলাদেশ | এজবাস্টন |
৬ জুলাই | শ্রীলঙ্কা | হেডিংলে |
দশ দেশ লিগ পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলার পর হবে দুটি সেমিফাইনাল। ৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে এবং ১১ জুলাই এজবাস্টনে হবে দু'টি সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে হবে বিশ্বকাপ ফাইনাল।
আরও পড়ুন- বন্ধ হয়ে গেল ICC চ্যাম্পিয়নস ট্রফি, বদলে হবে টি২০ বিশ্বকাপ