IND A vs NZ A : বলে মুকেশ, ব্যাটে অভিমন্যু, ভারতীয় 'এ' দলকে লড়াইয়ে রাখছেন দুই বঙ্গ ক্রিকেটার

IND A vs NZ A : অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন জো কার্টার। তিনি ২৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৯৭ রান করে সাজঘরে ফেরেন। তাঁকে ডাবল সেঞ্চুরি করতে দেননি কুলদীপ যাদব। 

Updated By: Sep 2, 2022, 08:46 PM IST
IND A vs NZ A : বলে মুকেশ, ব্যাটে অভিমন্যু, ভারতীয় 'এ' দলকে লড়াইয়ে রাখছেন দুই বঙ্গ ক্রিকেটার
অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়েও নির্লিপ্ত মুকেশ। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রথমে বল হাতে মুকেশ কুমারের (Mukesh Kumar) ৫ উইকেট, পরে ব্যাট হাতে অভিমন্যু ঈশ্বরনের (Abhimanyu Easwaran) অপরাজিত ঝোড়ো অর্ধ শতরান। বাংলার দুই ক্রিকেটারের দাপটে নিউজিল্যন্ড-এ ( New Zealand A) দলের বিরুদ্ধে চার দিনের প্রথম বেসরকারি টেস্টে ভারতীয় 'এ' (India A) দল লড়ছে। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড-এ দল ৫ উইকেটে ১৫৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল। দ্বিতীয় দিনে তার পর থেকে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড-এ দল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৪০০ রানে।

অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন জো কার্টার। তিনি ২৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৯৭ রান করে সাজঘরে ফেরেন। তাঁকে ডাবল সেঞ্চুরি করতে দেননি কুলদীপ যাদব। কার্টার একাই দলের হয়ে প্রায় অর্ধেক রান করেন। বাকিরা অবশ্য কেউই ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি। রাচিন রবীন্দ্র ১২, মার্ক চাপম্যান ১৫, রবার্ট ও'ডনেল ২৪, ক্যাম ফ্লেচার ১৩, সিয়ান সলিয়া ৩২, মাইকেল রিপন ২১, লগান ভ্যান বিক ১৯ , জো ওয়াকার ২২ ও জেকব ডাফি ১৭ রান করেন।

Mukesh Kumar

আরও পড়ুন: Exclusive, Kalyan Chaubey : বিজেপি তত্ত্ব উড়িয়ে ভারতীয় ফুটবলের সংস্কার সম্ভব? জানালেন নতুন সভাপতি কল্যাণ চৌবে

আরও পড়ুন: AIFF Election : কল্যাণের সাফল্যের মুহূর্তে বাবা অঞ্জন মিত্রকে নিয়ে আবেগি সোহিনী

মুকেশ কুমার ২৩ ওভারে ৮৬ রানে ৫টি উইকেট দখল করেন। ৩২ রানে ২টি উইকেট নিয়েছেন সরফরাজ খান। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন যশ দয়াল, আর্জান নাগওয়াসওয়ালা ও কুলদীপ যাদব। পালটা ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দাপটের সঙ্গে তাদের ইনিংস শুরু করে। অভিমন্যু ঈশ্বরনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অধিনায়ক প্রিয়ঙ্ক পাঞ্চাল। দুই ওপেনার অবিচ্ছেদ্য থেকে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান। ঝড়ের গতিতে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঈশ্বরন। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ৪৬ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান। শেষ পর্যন্ত ১২০ বলে ৮৭ রানে অপরাজিত রয়েছেন ঈশ্বরন। রুতুরাজ গায়কোয়াড় ব্যাট করছেন ১৯ বলে ২০ রান করে। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ভারত প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে রয়েছে ২৪৪ রানে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.