কোহলির ভারতকে দেখে ইমরানের সময়ে পাকিস্তানের কথা মনে পড়ছে মঞ্জরেকরের
টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ করেছেন রাহুল-রোহিতরা।
নিজস্ব প্রতিবেদন :ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মিল খুঁজে পাচ্ছেন সঞ্জয় মঞ্জেরেকর। টুইটে ভারতীয় দলের প্রাক্তন এই তারকা লিখেছেন, নিউজিল্যান্ডে বিরাটদের দেখে ইমরানের সময়কার পাকিস্তানের কথা মনে পড়ছে।
কিউইদের ডেরায় গিয়ে এবার রীতিমতো মাস্তানি করেছে কোহলির ভারত। টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ করেছেন রাহুল-রোহিতরা। শেষ তিনটে ম্যাচে তো খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বের করেছে টিম ইন্ডিয়া। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ ম্যাচে সুপার ওভারে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। যা দেখে ইমরানের সময়কার পাকিস্তানের কথা মনে পড়ছে মঞ্জেরেকরের। টুইটে তিনি লেখেন, নিউজিল্যান্ডে বিরাটদের দেখে ইমরানের সময়কার পাকিস্তানের কথা মনে পড়ছে। ইমরানের সময়ে পাকিস্তান এইভাবেই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতত। দৃঢ প্রত্যয় থাকলেই যা একমাত্র সম্ভব হয়।
India under Virat in NZ reminds me of Pakistan under Imran. Strong self belief as a team. Pakistan under Imran found different ways of winning matches, often from losing positions. That only happens when the self belief is strong.
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) February 3, 2020
Find of the T20 series in NZ for me is the ‘batsman keeper’ K L Rahul. Absolutely brilliant!
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) February 3, 2020
পাশাপাশি কে এল রাহুলকে এই সিরিজের প্রাপ্তি হিসাবেও দেখছেন মঞ্জেরেকর। সেটাও তিনি টুইট করেছেন।
আরও পড়ুন - এশিয়া কাপে ছেঁড়া গ্লাভস পরে এক হাতে ব্যাট করা তামিম ইকবাল এবার বিরাট রেকর্ড গড়লেন