IND vs AUS: স্মিথের শতরান, দুরন্ত শামি; বেঙ্গালুরুতে সিরিজ জিততে ২৮৭ রান করতে হবে কোহলিদের
৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলল অস্ট্রেলিয়া।
নিজস্ব প্রতিবেদন: স্টিভ স্মিথের সেঞ্চুরি, মার্নাস ল্যাবুশানের হাফ সেঞ্চুরিতে ভর করে চিন্নাস্বামীতে তৃতীয় একদিনের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলল অস্ট্রেলিয়া। সিরিজ জিততে ভারতের সামনে ২৮৭ রানের টার্গেট দিল অজিরা।
মুম্বইয়ে ১০ উইকেটে হারের পর রাজকোটে জিতে ঘুরে দাঁড়িয়েছে কোহলি ব্রিগেড। সিরিজ ১-১, সুপার সানডেতে সিরিজের ফয়সালার ম্যাচ। বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। এই সিরিজে পর পর তিন ম্যাচেই টস হারলেন বিরাট কোহলি।
এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৩ রানে ওয়ার্নারকে ফিরিয়ে অজি শিবিরে প্রথম ধাক্কাটা দেন মহম্মদ শামি। এরপর স্মিথের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান অ্যারোন ফিঞ্চ। এরপর চতুর্থ উইকেটে ল্যাবুশানেকে সঙ্গে নিয়ে ১২৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যা অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ল্যাবুশানে ৫৪ রানে ফিরে যান। ৩৫ রান করেন অ্যালেক্স ক্যারি। ১৩১ রানে স্মিথ ফিরে যেতেই অস্ট্রেলিয়াকে ৩০০ রানের গণ্ডির মধ্যে বেঁধে রাখলেন ভারতীয় বোলাররা। ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলল অস্ট্রেলিয়া।
#TeamIndia need 287 runs to win the 3rd ODI and the series.
Thoughts?#INDvAUS pic.twitter.com/fv8JaVCJct
— BCCI (@BCCI) January 19, 2020
ভারতের হয়ে মহম্মদ শামি ৪ উইকেট, রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন সাইনি ও কুলদীপ।