India vs England: অনুশীলনে সিরাজের বলে মাথায় চোট, প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মায়াঙ্ক
প্রথম টেস্টে মায়াঙ্কের খেলা প্রায় নিশ্চিত ছিল। তাঁর জায়গায় নটিংহ্যামে খেলতে পারেন লোকেশ রাহুল।
নিজস্ব প্রতিবেদন – বুধবার শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। অনুশীলনে ব্যাট করার সময় মহম্মদ সিরাজের বলে মাথার পিছনে চোট পান মায়াঙ্ক আগরওয়াল। হেলমেট থাকলেও বল লাগে তাঁর মাথার পিছনে।
এই চোটের ফলে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন এই ভারতীয় ওপেনার। আপাতত কনকাশন টেস্ট হবে তাঁর। বল লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে বসে পড়েন মায়াঙ্ক। হেলমেট খুলে ফেলেন। ভারতীয় দলের ফিজিও নীতিন পটেল তাকে নেট থেকে সরিয়ে নিয়ে যান।
NEWS - Mayank Agarwal ruled out of first Test due to concussion.
The 30-year-old is stable and will remain under close medical observation.
More details here - https://t.co/6B5ESUusRO #ENGvIND pic.twitter.com/UgOeHt2VQQ
— BCCI (@BCCI) August 2, 2021
প্রথম টেস্টে মায়াঙ্কের খেলা প্রায় নিশ্চিত ছিল। তাঁর জায়গায় নটিংহ্যামে খেলতে পারেন লোকেশ রাহুল। তবে চোটের কারণে আগেই বাদ পড়েছেন শুভমান গিল। বাংলার অভিমন্যু ঈশ্বরণের জন্য খুলে যেতে পারে প্রথম দলের দরজা।