India vs Australia 1st Test: ডনের দেশে 'রাজা' বুমরা! দিনের শেষে ৭ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়াও!
India vs Australia 1st Test: ১৭ রান দিয়ে নিলেন ভারত অধিনায়ক। তাঁকে যোগ্য সঙ্গত করলেন মহম্মদ সিরাজ ও হর্ষিত রানা। সিরাজের ঝুলিতে ২ উইকেট আর হর্ষিত রানার ২ উইকেট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অজি-অস্ত্রেই এবার পাল্টা মার! বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। পারথে বুমরা, সিরাজ ও হর্ষিত রানাদের আগুনে বোলিংয়ে ঘায়েল অস্ট্রেলিয়ার তারকাসমৃদ্ধ ব্যাটিং লাইন আপও। প্রথম দিনের শেষে স্টিভ স্মিথদের স্কোর ৭ উইকেটে ৬৭। ভারত এগিয়ে ৮৩ রানে।
— BCCI (@BCCI) November 22, 2024
আরও পড়ুন: West Bengal Footballer Death: বয়স মাত্র ২৭, খেলেছেন মহামেডানে, অবসাদেই আত্মঘাতী!
টেস্টের প্রথম দিনেই ব্যাট করলে ফেলল দু'দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক জশপ্রীত বুমরাহ। কিন্তু ইনিংস শেষ হয়ে যায় মাত্র দুই সেশনেই। কোনওমতে দেড়শোর গণ্ডিতে পৌঁছন ঋষভ পন্থরা। ৫০ ওভারও পুরো খেলতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। সর্বোচ্চ রান জীবনে প্রথম টেস্ট খেলতে নামা নীতীশ রেড্ডি। কত? ৪১। অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন জশ হ্যাজেলউড।
এদিকে ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধুঁকছে অস্ট্রেলিয়াও। পারথের সবুজ উইকেটে বিপক্ষের 'ত্রাস' হয় উঠলেন অধিনায়ক বুমরা। ১৭ রান দিয়ে নিলেন চার উইকেট। তাঁকে যোগ্য সঙ্গত করলেন মহম্মদ সিরাজ ও হর্ষিত রানা। তিনজনে মিলে ২৭ ওভার বলে করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন বিপক্ষের ৭ ব্যাটার। ২০ রানও টপকাতে পারেননি অস্ট্রেলিয়ার কোনও ব্যাটার। সিরাজের ঝুলিতে ২ উইকেট আর হর্ষিত রানার ২ উইকেট। পারথেই টেস্টে অভিষেক হল হর্ষিতের। ১৯৫২ সালের পর এই প্রথম টেস্টের প্রথম দিনে ১৭ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার মাটিতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)