অলিম্পিকে খেলবে হকি দল, আশাবাদী রাজপাল সিং

সমস্ত প্রতিকুলতা কাটিয়ে শেষ পর্যন্ত লন্ডন অলিম্পিকে ভারতীয় হকি দল ছাড়পত্র পাবেই বলে দাবি করেছেন রাজপাল সিং। সেই সঙ্গেই ভারতীয় হকি টিমের প্রাক্তন অধিনায়ক রাজপালের আক্ষেপ, অলিম্পিক নিয়ে খেলোয়াড়রা ভাবছেন না, বরং অলিম্পিকে কোয়ালিফাই করাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য।

Updated By: Jan 9, 2012, 08:21 PM IST

সমস্ত প্রতিকুলতা কাটিয়ে শেষ পর্যন্ত লন্ডন অলিম্পিকে ভারতীয় হকি দল ছাড়পত্র পাবেই বলে দাবি করেছেন রাজপাল সিং। সেই সঙ্গেই ভারতীয় হকি টিমের প্রাক্তন অধিনায়ক রাজপালের আক্ষেপ, অলিম্পিক নিয়ে খেলোয়াড়রা ভাবছেন না, বরং অলিম্পিকে কোয়ালিফাই করাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য।
দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে ফেব্রুয়ারির ১৮ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ডের খেলা। ভারতের গ্রুপে রয়েছে কানাডা, ফ্রান্স, পোল্যান্ড, ইতালি এবং আমেরিকা। উল্লেখ্য, অলিম্পিক হকিতে ৮ বার সোনা জেতার রেকর্ডধারী ভারতীয় হকি টিম গত ২০০৮ সালে বেজিং অলিম্পিকে মূল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে উঠতে পারেনি।

.