রিও অলিম্পিকে ভাল খবর নেই ভারতীয় টেনিসের জন্য!
ভাল খবর নেই অলিম্পিকে ভারতীয় টেনিসে। লিয়েন্ডার পেজ-রোহন বোপান্না জুটির পর হেরে গেল সানিয়া মির্জা-প্রার্থনা থোম্বারে জুটিও। চিনের জুটির কাছে হাড্ডাহাড্ডি ম্যাচে ছয়-সাত, সাত-পাঁচ, পাঁচ-সাত ফলে হেরে যায় ভারতীয় মহিলাদের ডবলস জুটি। ম্যাচে ভারতের হয়ে একাই লড়াই চালান সানিয়া মির্জা। মূলত প্রার্থনার দুর্বল সার্ভিসের জন্য হারতে হল ভারতীয় মহিলা জুটিকে। প্রথম সেটে টাইব্রেকারে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটে কামব্যাক করেন সানিয়ারা।
ওয়েব ডেস্ক: ভাল খবর নেই অলিম্পিকে ভারতীয় টেনিসে। লিয়েন্ডার পেজ-রোহন বোপান্না জুটির পর হেরে গেল সানিয়া মির্জা-প্রার্থনা থোম্বারে জুটিও। চিনের জুটির কাছে হাড্ডাহাড্ডি ম্যাচে ছয়-সাত, সাত-পাঁচ, পাঁচ-সাত ফলে হেরে যায় ভারতীয় মহিলাদের ডবলস জুটি। ম্যাচে ভারতের হয়ে একাই লড়াই চালান সানিয়া মির্জা। মূলত প্রার্থনার দুর্বল সার্ভিসের জন্য হারতে হল ভারতীয় মহিলা জুটিকে। প্রথম সেটে টাইব্রেকারে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটে কামব্যাক করেন সানিয়ারা।
আরও পড়ুন হতাশাজনক রিও অধ্যায়ের পর কী বললেন লিয়েন্ডার পেজ?
তবে তৃতীয় সেটে প্রার্থনার সার্ভিস একাধিকবার ব্রেক করে ম্যাচ জিতে নেয় চিনা জুটি। পদক জয়ের জন্য এবার ভারতকে তাকিয়ে থাকতে হবে মিক্সড ডবলসে রোহন বোপান্না-সানিয়া মির্জার জুটির দিকে। ডাবলস হার ভুলে সানিয়া নিজেও আশাবাদীমিক্সড ডাবলসে পদক জয়ের ব্যাপারে।
আরও পড়ুন রিও অলিম্পিকের তৃতীয় দিনে সবার নজর থাকবে ভারতের কাদের দিকে?