INDvsNZ: নেটে অন্য ভূমিকায় হেড কোচ Rahul Dravid, ভিডিও ভাইরাল

এখনও দায়বদ্ধতার আর এক নাম রাহুল দ্রাবিড়। 

Updated By: Nov 24, 2021, 06:52 PM IST
INDvsNZ: নেটে অন্য ভূমিকায় হেড কোচ  Rahul Dravid, ভিডিও ভাইরাল
নেটে অফ স্পিন করলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা পাঁচ। এরমধ্যে টেস্টে ১টি উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের ক্রিকেটে নিয়েছেন পাঁচ উইকেট। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নাম ব্যাটার হিসেবে বিশ্বজোড়া হলেও দলের প্রয়োজনে অনেকবার অফ স্পিন করেছেন। সেই 'দ্যা ওয়াল' ভারতীয় দলের (Team India) হেড কোচের দায়িত্ব নিতেই, চেতেশ্বর পূজারা-অজিঙ্কা রাহানেদের বিরুদ্ধে নেটে অফ স্পিন করলেন। 

বৃহস্পতিবার কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (INDvsNZ) বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামছে ভারত। এর আগে দলের ব্যাটারদের অনুশীলন করাতে নিজেই লাল বল হাতে তুলে নিলেন দ্রাবিড়। সেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। আর প্রত্যাশামতোই সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।  

আরও পড়ুন: INDvsNZ: ব্যাটে ছন্দ হারানো নয়, Rahul Dravid-এ মজে রয়েছেন Ajinkya Rahane

আরও পড়ুন: INDvsNZ: অভিষেক ঘটাচ্ছেন Shreyas Iyer, কেমন হতে পারে Team India-র প্রথম একাদশ?

 

নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে জাতীয় দলের হেড কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন দ্রাবিড়। তাই দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে কিউইদের বিরুদ্ধে আগামী দুই টেস্টের আগে দলের প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না। তাই বুধবার অনুশীলনে তিনি নিজেই নেমে পড়লেন বল হাতে। 

ক্রিকেটার হিসেবে সবসময় দলের স্বার্থে নিজেকে নিয়োজিত করেছেন। দলের প্রয়োজনে টেস্টে ওপেন করা থেকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একাদিনের ম্যাচে উইকেটকিপিং পর্যন্ত করেছিলেন। তাই তাঁর দায়বদ্ধতা নিয়ে সবাই তুমুল প্রশংসা করছেন। এ বারও যেন নতুন ইনিংসে দায়বদ্ধতার নিত্য নতুন উদাহরণ দিচ্ছেন 'দ্যা ওয়াল।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.