আজ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ

আজ দশম আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করার লড়াইয়ে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবলের শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা দারুণ করেও, শেষের দিকে এসে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লির কাছে ৬ উইকেটে হারের পর ঘরের মাঠে তারা রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে হেরে গিয়েছে ১২ রানে। এটাই তাদের মরশুমে প্রথম ঘরের মাঠে হার।

Updated By: May 8, 2017, 02:03 PM IST
আজ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ

ওয়েব ডেস্ক: আজ দশম আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করার লড়াইয়ে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবলের শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা দারুণ করেও, শেষের দিকে এসে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লির কাছে ৬ উইকেটে হারের পর ঘরের মাঠে তারা রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে হেরে গিয়েছে ১২ রানে। এটাই তাদের মরশুমে প্রথম ঘরের মাঠে হার।

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করল ভারত

রাইজিং পুনে সুপারজায়ান্টের জয়দেব উনাদকাট যতই হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট নিন, হায়দরাবাদের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার সেদিন ছিল সুপার ফ্লপ। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স আপাতত লিগের পয়েন্ট টেবলের শীর্ষে থাকলেও, তাদের কাজ প্লে অফের আগে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখা। যাতে প্লে অফে এই আত্মবিশ্বাসটা দলের কাজে লাগে। মুম্বই শুরু থেকেই শক্তিশালী দল ছিল। শেষ ম্যাচে তাদের ওপেনার লেন্ডল সিমন্স খেলায়, রোহিত শর্মার দলের ব্যাটিং শক্তি যেন আরও বেড়ে গিয়েছে। আজ তাই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। দুই দলেই যে রয়েছেন একঝাঁক ম্যাচ উইনার। প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১১ ম্যাচ খেলে ১৮। অন্যদিকে সানরাইজার্স ১২ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে রয়েছে লিগের পয়েন্ট টেবলের চার নম্বরে।

আরও পড়ুন  শুধু গুজরাটের কাছে হারাই নয়, আরও খারাপ খবর কিংস ইলেভেনে পাঞ্জাবের জন্য

.