আরবদেশেই আইপিএল! বিসিসিআই-এর বড়সড় পরিকল্পনার ব্লু-প্রিন্ট প্রকাশ্যে ...

স্থগিত থাকা আইপিএল বিসিসিআই দেশের মাটিতে ফাঁকা গ্যালারিতে করার পরিকল্পনা করলেও শেষপর্যন্ত পিছু হঠতে বাধ্য হল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 15, 2020, 10:32 PM IST
আরবদেশেই আইপিএল! বিসিসিআই-এর বড়সড় পরিকল্পনার ব্লু-প্রিন্ট প্রকাশ্যে ...
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: গোটা দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না। তাই স্থগিত থাকা আইপিএল বিসিসিআই দেশের মাটিতে ফাঁকা গ্যালারিতে করার পরিকল্পনা করলেও শেষপর্যন্ত পিছু হঠতে বাধ্য হল। দেশের মাটিতে নয়, সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে এবারের বিশ্বকাপ।

আইপিএল ২০২০ নিয়ে বিসিসিআই-এর কী কী পরিকল্পনা রয়েছে দেখে নেওয়া যাক এক নজরে-
-আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল ঘোষণা করলেই বিসিসিআই আইপিএল-২০২০ এর সূচি ঘোষণা করবে।
-সূত্রের খবর, আরব আমিরশাহিতেই সপ্তাহ দুয়েকের জন্য অনুশীলন করবেন ভারতীয় ক্রিকেটাররা। ৩০-৩৫ জনের দল অংশ নেবে শিবিরে।
-অগাস্টের তৃতীয় সপ্তাহ থেকে দুবাইয়ে ভারতীয় ক্রিকেটারদের এই শিবির শুরু হবে। চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
-তারপর দেশে না ফিরে এসে দুবাইয়ে ভারতীয় ক্রিকেটাররা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলে ভাগ হয়ে যাবে।
-সবকিছু ঠিকঠাক চললে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। শেষ হবে নভেম্বরে ৮ তারিখে।
-আইপিএল শেষ হলে দুবাই থেকেই সরাসরি অস্ট্রেলিয়া সফরে চলে যাবে টিম ইন্ডিয়া।

ব্লু প্রিন্ট তৈরি। বিসিসিআই স্টেকহোল্ডার এবং ফ্র্যাঞ্চাইজিদের পাশাপাশি ব্রডকাস্টারদের সঙ্গে সরকারিভাবে ১৭ জুলাই বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে বিস্তারিত।

 

আরও পড়ুন- '৯৬ বিশ্বকাপে ভারত-পাক মহারণ; সেদিন কী বলেছিলেন আমির সোহেল, এতদিনে ফাঁস করলেন প্রসাদ  

Tags:
.